Home শিক্ষা ও কেরিয়ার এসএসসি নিয়োগে ৩৫,৭২৬ শূন্যপদ প্রকাশ, নবম-দশমে ২৩,২১২ ও একাদশ-দ্বাদশে ১২,৫১৪

এসএসসি নিয়োগে ৩৫,৭২৬ শূন্যপদ প্রকাশ, নবম-দশমে ২৩,২১২ ও একাদশ-দ্বাদশে ১২,৫১৪

স্কুলে শিক্ষক নিয়োগে ৩৫,৭২৬ শূন্যপদ প্রকাশ করল এসএসসি। নবম-দশমে ২৩,২১২ ও একাদশ-দ্বাদশে ১২,৫১৪ শূন্যপদ। পরীক্ষা হবে ৭ ও ১৪ সেপ্টেম্বর।

SSC Recruitment

বহু প্রতীক্ষার পর অবশেষে স্কুলে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার এসএসসি ঘোষণা করল, মোট ৩৫,৭২৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪টি শূন্যপদ

আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) নবম-দশমের পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের পরীক্ষা নেওয়া হবে। দেড় ঘণ্টার এই পরীক্ষা কেন্দ্রজুড়ে অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের নির্দেশে ১৭% ওবিসি সংরক্ষণ মেনে নিয়েই এই শূন্যপদের তালিকা প্রকাশ করেছে কমিশন। নবম-দশমে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানে, আর সবচেয়ে কম ভূগোলে।

এর আগেই ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন নিয়োগ সংক্রান্ত এই শূন্যপদের সংখ্যা নিয়ে। শুক্রবার প্রকাশিত তালিকায় বিষয়ভিত্তিক ও জাতি-ভিত্তিক বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

তবে বিতর্কও কম নেই। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় বহু ‘দাগি’ প্রার্থীর নাম নেই বলে অভিযোগ তুলেছেন চাকরিহারা এক যোগ্য প্রার্থী। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়—যাঁরা ‘দাগি’ বলে চিহ্নিত, তাঁরা কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এমনকি যাঁদের নিয়োগ আগে হয়নি, তাঁদেরও পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়।

সব মিলিয়ে, নিয়োগ নিয়ে একদিকে যেমন হাজার হাজার প্রার্থী নতুন আশার আলো দেখছেন, অন্যদিকে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি। এখন চোখ ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষার দিকে।

আরও পড়ুন: এলআইসি হাউজিং ফিনান্সে ১৯২ শিক্ষানবিশ নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version