Homeশিক্ষা ও কেরিয়ারসিবিএসই ২০২৫ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ

সিবিএসই ২০২৫ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত

পরীক্ষা শুরুর ৮৬ দিন আগে আগামী বছরের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করল সিবিএসই বোর্ড। এই প্রথমবার পরীক্ষার কমপক্ষে ৮৬ দিন আগে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হল বলে দাবি করেছে সিবিএসই।

 সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও শুরু হবে একইদিনে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকেই। দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৪ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে।

সিবিএসই’র তরফে বলা হয়েছে, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পড়ুয়ারা পর্যাপ্ত সময় পাবে। আর পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী ক্লাসের আয়োজন করতে পারবে স্কুলগুলিও।

 এই প্রথমবার পরীক্ষার এত আগে সূচি ঘোষণা করা হয়েছে। সিবিএসইয়ের তরফে আরও জানানো হয়েছে, একই সময় সব বিষয়ের শিক্ষকরা দীর্ঘদিনের জন্য ছুটিতে না যান, সেটার ওপর জোর দেওয়া হয়েছে।

 সেই অনুযায়ী দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে। তার ফলে উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়াও মসৃণভাবে চলবে। সিবিএসই দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার সময় অন্য স্কুলের কোনও পরীক্ষক বা ‘এক্সটার্নাল এক্সামিনার’ হাজির থাকবেন। দশম শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার সময় স্কুলেরই শিক্ষক হাজির থাকবেন। এবার সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা ৪৪ লাখের মতো।

রীক্ষার সুনির্দিষ্ট সময় এবং বিষয়ভিত্তিক তালিকা সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in-এ পাওয়া যাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।