Homeশিক্ষা ও কেরিয়ারমুখস্থ নয়, বিশ্লেষণে জোর — নবম শ্রেণিতে বই খুলে পরীক্ষা আনছে সিবিএসই

মুখস্থ নয়, বিশ্লেষণে জোর — নবম শ্রেণিতে বই খুলে পরীক্ষা আনছে সিবিএসই

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির জন্য ‘ওপেন-বুক অ্যাসেসমেন্ট’ চালু করছে সিবিএসই। মুখস্থ নয়, বিশ্লেষণী দক্ষতায় জোর দিয়ে জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণে এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন শিক্ষাবিদরা।

প্রকাশিত

ভারতের স্কুল শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হবে ‘ওপেন-বুক অ্যাসেসমেন্ট’ (ওবিএ), যেখানে পরীক্ষার সময় পাঠ্যবই ও ক্লাসনোট ব্যবহার করার সুযোগ থাকবে।

গত জুনে সিবিএসই-র সর্বোচ্চ নীতি নির্ধারক বোর্ডে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। প্রথম পর্যায়ে এটি শুধুমাত্র নবম শ্রেণিতে চালু হলেও, সফল হলে অন্যান্য শ্রেণিতেও ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই পদক্ষেপের মূল লক্ষ্য জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (এনসিএফএসই) ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থায় মুখস্থের বদলে বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তব প্রয়োগের দক্ষতা বাড়ানো।

যে বিষয়গুলোতে থাকবে এই সুবিধা:

  • ভাষা
  • গণিত
  • বিজ্ঞান
  • সমাজবিজ্ঞান

শিক্ষার্থীরা পরীক্ষায় যে কোনও অনুমোদিত পাঠ্যবই ও নোট ব্যবহার করতে পারবে। তবে পদ্ধতিটি ঐচ্ছিক— স্কুলগুলি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এটি গ্রহণ বা বর্জন করতে পারবে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে ‘ওপেন-বুক’ পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারির ফলাফলে দেখা যায়, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের পরিসর ছিল ১২% থেকে ৪৭%। এই ফলাফল প্রমাণ করে যে, নতুন পদ্ধতিতে অনেক শিক্ষার্থীর বিশ্লেষণী দক্ষতা ও পাঠ্যবস্তু বোঝার ক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।

শিক্ষকদের মতে, এই পরিবর্তন শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে জ্ঞান প্রয়োগের ক্ষমতা উন্নত করবে। শিক্ষাবিদরা মনে করছেন, এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ, যা ভবিষ্যতে পরীক্ষার চেহারা ও শিক্ষার মান, দু’টিতেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট: কীভাবে কেরিয়ার শুরু করবেন, কোথা থেকে শিখবেন ও আয়ের সম্ভাবনাই বা কতটা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।