২০২৬ সালের আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশন (CISCE)। বৃহস্পতিবার বোর্ডের চিফ এক্সিকিউটিভ এবং সম্পাদক জোসেফ ইমান্যুয়েল এই নির্ঘণ্ট প্রকাশ করেন। আগামী বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে দুই বোর্ডের পরীক্ষা।
তথ্য অনুযায়ী, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬, চলবে ৩০ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ৬ এপ্রিল।
বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার সময়সীমা বিষয়ের ওপর নির্ভর করে ২ বা ৩ ঘণ্টা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রশ্নপত্র বিতরণ করা হবে পরীক্ষার ১৫ মিনিট আগে।
CISCE জানিয়েছে, এবার প্রায় ২ লাখ ৬০ হাজার ছাত্রছাত্রী আইসিএসই পরীক্ষায় বসবে এবং প্রায় দেড় লাখ পরীক্ষার্থী আইএসসি পরীক্ষায় অংশ নেবে।
২০২৫ সালেও দু’টি পরীক্ষাই প্রায় একই সময়সূচিতে হয়েছিল। ওই বছর আইসিএসই পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ২৭ মার্চ। আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত।
২০২৬ সালের নির্ঘণ্ট প্রকাশের পর এখন প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বেন পরীক্ষার্থীরা। স্কুলগুলোকেও আগামী শিক্ষাবর্ষের সময়সূচি এই পরীক্ষার তারিখ মাথায় রেখে সাজাতে হবে বলে জানিয়েছে বোর্ড।


