Home শিক্ষা ও কেরিয়ার প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র ফলাফল, দেখুন সেরার তালিকা

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র ফলাফল, দেখুন সেরার তালিকা

ছাত্র-ছাত্রীদের মিষ্টিমুখ। ছবি: রাজীব বসু

রবিবার (১৪ মে) প্রকাশিত হল আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) সর্বভারতীয় পরীক্ষার ফল। পরীক্ষার্থীরা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org অথবা results.cisce.org থেকে ফলাফল দেখে নিতে এবং ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

পাশের হার

গত ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল আইসিএসই পরীক্ষা ২০২৩। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৩৭ হাজার ৬৩১। যার মধ্যে ৯৯.২১ শতাংশ পাশ করেছে মেয়েরা এবং ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ। আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত। পরীক্ষা দিয়েছিলেন ৯৮ হাজার ৫০৫ জন। যেখানে মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ এবং ছেলেদের ৯৫.৯৬ শতাংশ।

আইসিএসই-তে প্রথম স্থানে ৯

১. রুশিল কুমার: জামশেদপুর, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

২. অনন্যা কার্তিক: বেঙ্গালুরু, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

৩. শ্রেয়া উপাধ্যায়: মুম্বই, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

৪. অদ্বয় সরদেশাই: মুম্বই, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

৫. যশ মনীষ ভাসিন: থানে, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

৬. তনয় সুশীল শাহ: মুম্বই, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

৭. হিয়া সাঙ্ঘভি: মালাদ পূর্ব, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

৮. অবিশি সিং: আগরা, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

৯. সম্বিৎ মুখোপাধ্যায়: পূর্ব বর্ধমান, প্রাপ্ত নম্বর- ৯৯.৮ শতাংশ

আইএসসি-তে প্রথম স্থানে ৫

১. রিয়া আগরওয়াল: গুয়াহাটি, প্রাপ্ত নম্বর- ৯৯.৭৫ শতাংশ

২. ইপ্সিতা ভট্টাচার্য: থানে, প্রাপ্ত নম্বর- ৯৯.৭৫ শতাংশ

৩. মহম্মদ আরিয়ান তারিক: লখনউ, প্রাপ্ত নম্বর- ৯৯.৭৫ শতাংশ

৪. শুভমকুমার আগরওয়াল: ভক্তিনগর, প্রাপ্ত নম্বর- ৯৯.৭৫ শতাংশ

৫. মান্য গুপ্ত: কলকাতা, প্রাপ্ত নম্বর- ৯৯.৭৫ শতাংশ

প্রথম স্থানে রাজ্যের ৩

রাজ্যে আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৮.৭১ শতাংশ। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট নম্বর ছিল ৫০০। তাতে ৪৯৯ পেয়ে সারা দেশে প্রথম হয়েছেন সম্বিৎ মুখোপাধ্যায়। তিনি পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। আইএসসি পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৬.৮৮ শতাংশ। ৪০০ নম্বরে ৩৯৯ পেয়ে সারা দেশে প্রথম হয়েছেন বাংলার দু’জন। একজন ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভমকুমার আগরওয়াল, অন্য জন কলকাতার হেরিটেজ স্কুলের মান্যা গুপ্ত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version