Home শিক্ষা ও কেরিয়ার মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন...

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

0
medical jobs

 মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে বিভিন্ন শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। অনলাইনে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। রাজ্যর স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট (wbhealth.gov.in) ও মুর্শিদাবাদ প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট (murshidabad.gov.in) মারফত আবেদন করতে হবে। মেডিক্যাল অফিসার, চিফ মেডিক্যাল অফিসার পদে ছাড়াও অডিওলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান পদেও নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ২২-৭০ হাজার টাকা করে। মোট শূন্যপদ ৬০।

 জেনারেল, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য লাগবে। 

আরও পড়ুন: রাজ্য সরকারি সংস্থায় বহু শূন্যপদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন) পদে শূন্যপদ ৭, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (শিশুরোগ) পদে শূন্যপদ ৭, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (স্ত্রীরোগ) পদে শূন্যপদ ৭, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (চক্ষুরোগ) পদে শূন্যপদ ৭, এএফএইচসি মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ২, মেডিক্যাল অফিসার (এনএইচএম) পদে শূন্যপদ ৭, মেডিক্যাল অফিসার (স্বাস্থ্য কেন্দ্র) পদে শূন্যপদ ১৩, মাইক্রোবায়োলজিস্ট (মেডিক্যাল) এনটিইপি পদে শূন্যপদ ১, অডিওলজিস্ট পদে শূন্যপদ ১, প্যারামেডিক্যাল স্টাফ পদে শূন্যপদ ১১। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। নথিপত্র যাচাই, শিক্ষাগত যোগ্যতার ওপর নির্ভর করে নম্বর দেওয়া হবে। এছাড়াও কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ নেওয়া হবে এবং অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version