Home শিক্ষা ও কেরিয়ার ১ ডিসেম্বরের বদলে সিবিএসই-র সিটেট পরীক্ষা (CTET) ১৫ ডিসেম্বর, ওই দিনেই রাজ্যের...

১ ডিসেম্বরের বদলে সিবিএসই-র সিটেট পরীক্ষা (CTET) ১৫ ডিসেম্বর, ওই দিনেই রাজ্যের সেট পরীক্ষা (SET)

0

প্রথমে ঠিক ছিল ১ ডিসেম্বর হবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট পরীক্ষা (CTET)। নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) জানিয়েছে ১ ডিসেম্বর নয় ২০তম সিটেট পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর। অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা পিছিয়ে গেল। প্রশাসনিক কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে সিবিএসই।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরিতে নিয়োগের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সিটেট বা নেয়।

এদিকে পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন ২৬তম স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা (SET) নেবে আগামী ১৫ ডিসেম্বর। সেট পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একই দিনে পড়ছে সিটেট ও সেট পরীক্ষা।

সেট পরীক্ষার জন্য ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। ডিসেম্বরে পরীক্ষা হলেও আগেভাগেই সেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। সেট পরীক্ষার সুরক্ষা নিশ্ছিদ্র করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে কমিশন, যাতে পরীক্ষায় কোনোরকম কারচুপি হলেই তা সহজে ধরা যায়। এমনই জানিয়েছিলেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর।

২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বার সেট পরীক্ষা হয়েছে। গত এক দশকে সেট পরীক্ষায় পাশ করেছেন ২৭,৫০৪ জন। এ বছর ৩৩টি বিষয় সেট পরীক্ষা হবে। ১৫ ডিসেম্বর ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রের পূর্ণ মান ১০০। ৫০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। এক ঘণ্টার পরীক্ষা। জেনারেল টিচিং ও রিসার্চের গভীরতা যাচাই করা হবে। সাধারণ জ্ঞান ও চিন্তাধারার ওপর প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে বিষয়ভিত্তিক ১০০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। ২ ঘণ্টার পরীক্ষা হবে।

এদিকে আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিএসই জানিয়েছিল আগামী ১ ডিসেম্বর ২টি শিফটে সিটেট পরীক্ষা হবে। সিবিএসই-র সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা ১ ডিসেম্বরের বদলে ১৫ ডিসেম্বর নেওয়া হবে। বাকি সবকিছু অপরিবর্তিত আছে। পরীক্ষার রেজিস্ট্রেশন ও আবেদনমূল্যে কোনো বদল হয়নি। আর পরীক্ষার সময়সূচিও একই আছে। অর্থাৎ পেপার ১-এর পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর বেলা আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত আর পেপার ২-এর পরীক্ষা হবে ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। সিটেট পরীক্ষার সব প্রশ্ন মাল্টিপল চয়েজভিত্তিক হবে। ১৫ ডিসেম্বর ১৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

যাঁরা পরীক্ষায় বসতে আগ্রহী তাঁদের ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েব পোর্টাল ctet.nic.in মারফত। পরীক্ষার নিয়মাবলি, আবেদন করার পদ্ধতি এবং আবেদনমূল্য সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে হলে দেখুন – ১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখে নিন ctet.nic.in-এ। ওই ওয়েবসাইটে গিয়ে INFORMATION BULLETIN (PDF) ডাউনলোড করে নিন। ওই বুলেটিনে সব তথ্য এবং পরীক্ষার সিলেবাসও পেয়ে যাবেন।

আরও পড়ুন

প্রায় ১ বছর পর ক্যাম্পাসে নিয়োগ শুরু করল ভারতের আইটি কোম্পানিগুলি, তবে চাহিদার ক্ষেত্রে এসেছে বদল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version