Home শিক্ষা ও কেরিয়ার কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন

0

মৌ বসু

দেশের ঐতিহ্যবাহী হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট। রাজ্যের উচ্চ আদালতে রয়েছে চাকরির সুযোগ। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের ল’ ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি।

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি থাকলেই যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা যে কোনো রাজ্যের বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নথিবদ্ধ হতে হবে। বয়স হতে হবে ২৩-৩২ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করা হবে।

১৪ আগস্টের মধ্যে লিগাল সাইজ (৮.৫” x ১৪”) সাদা কাগজে হাতে লিখে বা টাইপ করে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় – “Registrar (Recruitment & Management), High Court, Appellate Side, Calcutta, C/O. General & Establishment Section, Appellate side, Ground Floor, Main Building, High Court at Calcutta”।

আবেদনপত্রে বড়ো বড়ো অক্ষরে নাম, বাবা বা স্বামীর নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের জ্ঞান, বৈধ ইমেল আইডি আর মোবাইল নম্বর দিতে হবে। তারিখ দিয়ে পুরো সই করতে হবে। সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাঁটতে হবে ওপরের ডান দিকে, আরেকটা ছবি আটকে দিতে হবে।

নিজের ঠিকানা লেখা ও ৪৫ টাকার পোস্টাল স্ট্যাম্প সাঁটা খামও দিতে হবে। স্পিডপোস্টে অ্যাডমিট কার্ড পাঠানোর জন্য। জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র ও কম্পিউটার জানা সংক্রান্ত নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে পাঠাতে হবে।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি নিয়োগ করছে শূন্যপদে, কী ভাবে করবেন আবেদন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version