Home শিক্ষা ও কেরিয়ার UGC NET ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে, কী ভাবে ডাউনলোড করবেন?

UGC NET ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে, কী ভাবে ডাউনলোড করবেন?

0

শীঘ্রই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) ২০২৫-এর ফলাফল ঘোষণা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। যারা UGC NET ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, ফলাফল প্রকাশিত হলে তাঁরা UGC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

আজ, সোমবার UGC NET ২০২৪ প্রাথমিক উত্তরপত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার শেষ দিন। যাঁরা এখনও চ্যালেঞ্জ জমা দেননি, তাঁরা আজ বিকেল ৬টার মধ্যে তা জমা দিতে পারবেন। নিময়ানুযায়ী বিশেষজ্ঞদের একটি প্যানেল চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। যদি দেখা যায়, কোনো চ্যালেঞ্জ বৈধ, তাহলে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হবে।

UGC NET ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ফলাফল চূড়ান্ত উত্তরপত্রের উপর ভিত্তি করে প্রকাশিত হবে। ধারণা করা হচ্ছে যে, ইউজিসি NET ২০২৫ ফলাফল চলতি ফেব্রুয়ারি মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে। তবে, ইউজিসি NET ২০২৫ ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি।

যাঁরা UGC NET ২০২৫ পরীক্ষা উত্তীর্ণ হবেন, তাঁরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF), সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ এবং ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজে পিএইচডি প্রবেশের জন্য আবেদন করার জন্য যোগ্য হবেন।

কী ভাবে UGC NET ফলাফল ডাউনলোড করবেন?

ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ যেতে হবে।

‘UGC NET ২০২৫ ফলাফল’ লিঙ্কটি খুঁজে নিন।

আপনার আবেদন নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি পিন ইত্যাদি তথ্য পূর্ণ করুন এবং সাবমিট করুন।

UGC NET ২০২৫ ফলাফল স্ক্রিনে দেখানো হবে।

ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেভ করে রাখুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version