Homeশিক্ষা ও কেরিয়ার২০২৫-এর ২ ফেব্রুয়ারিতে হবে আইআইটি (দিল্লি) জ্যাম পরীক্ষা, কীভাবে করবেন রেজিস্ট্রেশন  

২০২৫-এর ২ ফেব্রুয়ারিতে হবে আইআইটি (দিল্লি) জ্যাম পরীক্ষা, কীভাবে করবেন রেজিস্ট্রেশন  

প্রকাশিত

মৌ বসু

আইআইটি (দিল্লি) আগামী বছর ২ ফেব্রুয়ারি ২০২৫ সালের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (JAM, জ্যাম) পরীক্ষা নেবে। দেশের বিভিন্ন আইআইটিতে এমএসসি, এমএসসি-এমটেক, এমএস (রিসার্চ), এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রি, জয়েন্ট এমএসসি-পিএইচডি ও এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রির জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।

আগামী ২ ফেব্রুয়ারি ২টি সেশনে এই জ্যাম পরীক্ষা নেওয়া হবে। স্নাতক স্তরের ভিত্তিতে ৭টি পেপারে কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই ৭টি পেপার হল বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, অর্থনীতি, জিওলজি, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিক্স ও ফিজিক্স।

দেশের ১০০টি শহরে পরীক্ষা নেওয়া হবে। ২০২৫ সালে স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দেবেন অথবা স্নাতক হয়ে গেছেন এমন পরীক্ষার্থীরা আইআইটিতে উচ্চশিক্ষার জন্য এই প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন। বয়সের কোনো সর্বোচ্চ সীমা নেই।

রেজিস্ট্রেশন কবে, কীভাবে

রেজিস্ট্রেশনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। রেজিস্ট্রেশনের দিনক্ষণ ঘোষণার পর এই লিঙ্কে (https://jam2025.iitd.ac.in/) ক্লিক করে আইআইটি দিল্লির জ্যাম আবেদনপত্র পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা। বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। এনরোলমেন্ট আইডি আর ওটিপি নম্বর ইমেল ও মোবাইল নম্বরে পাঠানো হবে। আবেদনের জন্য এই এনরোলমেন্ট আইডি আর ওটিপি নম্বরের সঙ্গে পাসওয়ার্ড দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। পোর্টাল এখনও তৈরি হয়নি। হলে এই লিঙ্ক সক্রিয় হবে।

আবেদনপত্র পূরণ করার সঙ্গে সঙ্গে আবেদনমূল্য জমা দিতে হবে। মহিলা, তফশিলি জাতি ও উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য একটা পেপারের জন্য আবেদনমূল্য ৯০০ টাকা, ২টি পেপারের জন্য আবেদনমূল্য ১২৫০ টাকা। বাকিদের একটা পেপারের জন্য আবেদনমূল্য ১৮০০ টাকা আর ২টি পেপারের জন্য আবেদনমূল্য ২৫০০ টাকা।

আরও পড়ুন

চালু হচ্ছে মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন, চলবে ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।