২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল আইআইটি কানপুর। আইআইটি কানপুরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে ১৮ মে। ২টি পত্রে ৩ ঘণ্টা ধরে পরীক্ষা হবে। ২টি পত্রের পরীক্ষায় বসা আবশ্যিক। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা কানপুর আইআইটি-র।
সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার নিয়মকানুন বদলায় জয়েন্ট অ্যাডমিশন বোর্ড। নতুন নিয়মে, ২০০০ সালের ১ অক্টোবর বা তার পরে জন্মালে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসা যাবে। তফশিলি জাতি ও উপজাতি আর শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য বয়সে ৫ বছর ছাড় মিলবে।
২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রথম বার বসেছেন বা বসবেন তাঁরাই এই পরীক্ষায় বসতে পারবেন। তবে ২০২২ ও তার আগে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বসলে এই সর্বভারতীয় পরীক্ষায় বসা যাবে না। কোনো আইআইটিতে কোনো কারণে ভরতি বাতিল হলে তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন না।
আরও প্রাসঙ্গিক তথ্যের জন্য https://jeeadv.ac.in/ দেখে নিন।