Homeশিক্ষা ও কেরিয়ারনামের শেষে নেই পদবী, ধর্ম শুধু মানবতা—আইএসসি-তে প্রথম হয়ে নজির গড়ল সৃজনী

নামের শেষে নেই পদবী, ধর্ম শুধু মানবতা—আইএসসি-তে প্রথম হয়ে নজির গড়ল সৃজনী

প্রকাশিত

সামাজিক ও ধর্মীয় বিভেদের বিরুদ্ধে এক গভীর বার্তা দিলেন সৃজনী। এবারের আইএসসি পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েও তিনি আলোচনায় শুধুমাত্র রেজাল্টের কারণে নন, বরং নিজের পদবী ত্যাগের সিদ্ধান্তের জন্য। তাঁর বিশ্বাস— পরিচয় নয়, মানবতাই মানুষের আসল ধর্ম।

কলকাতার The Future Foundation School-এর এই মেধাবী ছাত্রী জানিয়েছেন, ‘‘আমি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে— সামাজিক, অর্থনৈতিক অথবা ধর্মীয়। আমি চাই এমন এক সমাজ, যেখানে কোনও ‘অভয়া’ থাকবে না, থাকবে না ধর্মীয় যুদ্ধ কিংবা শ্রেণীবৈষম্য।’’

সৃজনী বোর্ড পরীক্ষার আগে নিজের নামের পাশে পদবী না রাখার জন্য বিশেষ অনুমতির আবেদন জানায়। স্কুলের প্রিন্সিপাল রঞ্জন মিত্র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘আইনের কোনও বাধা না থাকলে এ নিয়ে কোনও সমস্যা নেই। নিজেকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার প্রত্যেকেরই থাকা উচিত।’’

সৃজনীর এই আদর্শে গভীর প্রভাব ফেলেছে তার পরিবার। মা গোপা মুখার্জি গুরদাস কলেজের সহ-অধ্যাপিকা ও বাবা দেবাশিস গোস্বামী, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বিশিষ্ট গণিতবিদ এবং শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কারপ্রাপ্ত। গোপা বলেন, ‘‘আমার বিয়ের পরও পদবী বদলাইনি। সন্তানদেরও চাপ দিইনি। পরিচয় হোক মানবতা দিয়ে।’’

তাঁরা সন্তানদের জন্ম শংসাপত্রেও পদবী ব্যবহার করেননি। গোপার মতে, ‘‘পাসপোর্টেও পদবী বাধ্যতামূলক নয়। সমস্যাটা আইন নয়, মানসিকতা।’’

২০২৪ সালের ১৪ অগস্ট সৃজনী এবং তাঁর পরিবার অংশ নিয়েছিলেন ‘Reclaim the Night’ মিছিলে, যেখানে হাজার হাজার মানুষ একসাথে পথে নেমেছিলেন আরজি কর হাসপাতালের পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তার দাবিতে।

টালিগঞ্জের বিধায়ক ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সৃজনীর বাড়িতে গিয়ে তাঁকে সম্মান জানান ও তাঁর মতাদর্শের প্রশংসা করেন।

ভবিষ্যতে সৃজনী চান আইআইএসসি বেঙ্গালুরুতে পড়তে, বিষয় — পদার্থবিদ্যা অথবা গণিত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘আনন্দের শহরে’ দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের।...

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধাননগরের ইজ়েডসিসি-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ২০২১-এর আগে মোদী ও ২০২৩-এ শাহ করেছিলেন পুজো উদ্বোধন।

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।