Home বিজ্ঞান ISRO YUVIKA: মহাকাশ গবেষণায় অংশ নেওয়ার দারুণ সুযোগ! রেজিস্ট্রেশন শুরু ২০ মার্চ

ISRO YUVIKA: মহাকাশ গবেষণায় অংশ নেওয়ার দারুণ সুযোগ! রেজিস্ট্রেশন শুরু ২০ মার্চ

0

নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণায় উৎসাহিত করতে যুব বিজ্ঞানী কর্মসূচি ২০২৩ (Young Scientist Programme 2023) ঘোষণা করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। সোমবার থেকে রেজিস্ট্রেশন শুরু। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিজেদের যোগ্যতা পরীক্ষা করে আবেদন জানাতে পারবেন আগ্রহী পড়ুয়ারা।

ইসরো-র এই কর্মসূচির নাম ইসরো যুবিকা ২০২৩ (ISRO YUVIKA 2023)। এতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২০ মার্চ। আবেদন জানানো যাবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি হবে অনলাইনে। আবেদন জানানো যাবে isro.gov.in/YUVIKA লিঙ্কে গিয়ে।

কর্মসূচির গুরুত্বপূর্ণ কিছু তারিখ

আবেদনের শর্ত হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ১ জানুয়ারি, ২০২৩-এ নবম শ্রেণিতে পাঠরত পড়ুয়ারা ইসরো যুব বিজ্ঞানী কর্মসূচি ২০২৩-এ আবেদন জানাতে পারবেন। দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তারিখগুলি-

কর্মসূচি ঘোষণা: ১৫ মার্চ, ২০২৩

রেজিস্ট্রেশন শুরু: ২০ মার্চ, ২০২৩

রেজিস্ট্রেশন শেষ: ৩ এপ্রিল, ২০২৩

প্রথম নির্বাচিত তালিকা: ১০ এপ্রিল, ২০২৩

সম্ভাব্য দ্বিতীয় নির্বাচিত তালিকা: ২০ এপ্রিল, ২০২৩

ইসরো কেন্দ্রে রিপোর্টিং: ১৪ মে, ২০২৩

যুবিকা কর্মসূচি: ১৫-২৬ মে, ২০২৩

সংশ্লিষ্ট কেন্দ্র থেকে নির্বাচিত পড়ুয়াদের ফেরত পাঠানো: ২৭ মে, ২০২৩

ইসরো যুবিকা ২০২৩ কী?

ইসরো যুবিকা প্রোগ্রাম ২০২৩ (ISRO YUVIKA 2023) হল স্কুল পড়ুয়াদের জন্য একটি বিশেষ কর্মসূচি। যা “তরুণ বিজ্ঞানী প্রোগ্রাম”ও বলা হয়। YUVIKA-র অর্থ হল “যুব বিজ্ঞানী কর্মক্রম”৷ এই কর্মসূচিটি স্পেস টেকনোলজি, স্পেস সায়েন্স এবং স্পেস অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রাথমিক জ্ঞান প্রদানের জন্য পরিচালনা করে ইসরো। ভবিষ্যতের কথা ভেবে তরুণদের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি উৎসাহ দেওয়াই এর লক্ষ্য।

আরও পড়ুন: ৭৯ বছর বয়সে পিএইচডি! ‘বয়স কোনো বাধা নয়’ প্রমাণ করলেন অধ্যাপক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version