Home শিক্ষা ও কেরিয়ার রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

0

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিতে কাজের সুযোগ। ৯টি শূন্যপদ। ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে – https://recruitment-cidwb.in/application/form। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ করতে হবে সঠিক ভাবে। আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ডের প্রতিলিপি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রের স্ক্যান করা প্রতিলিপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পর কনফার্মেশন পেজের প্রিন্ট-আউট ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। পরীক্ষার জন্য আলাদা করে কোনো ফি জমা দিতে হবে না। স্ক্রিনিং টেস্ট, প্রফিশিয়েন্সি টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। সিআইডির তরফে জারি করা কল লেটার ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার দিন কল লেটারের প্রিন্ট আউট আর সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। সমস্ত কিছু জানানো হবে সিআইডির ওয়েবসাইট (https://cid.wb.gov.in) মারফত। তাই বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে ওয়েবসাইটের দিকে। প্রতিটি পদের জন্যই মাসে বেতন মিলবে দেড় লাখ টাকা করে।

কী কী পদে নিয়োগ

মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে GASF, IACIS সার্টিফায়েড মোবাইল ডিভাইস এগজামিনার হিসাবে।

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GNFA, Network+, CCIE, CCNA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি সংক্রান্ত বিষয় সম্যকজ্ঞান থাকতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GCFA, CHFI, CEH, GREM, CISSP, GCFE, GNFA, OSCP, OSEE, OSCE, CREST বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Comp TIA Cloud Essentials, GCFA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্রিপ্টো অ্যানালিস্টস পদ – ১টি

ক্রিপ্টো অ্যানালিস্টস পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। CEH, OSCP বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GASF, IACIS certified Mobile device examiner, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে। Falcon, TX1, FTK, En Case প্রভৃতি টুল ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version