Home খবর দেশ ৭৯ বছর বয়সে পিএইচডি! ‘বয়স কোনো বাধা নয়’ প্রমাণ করলেন অধ্যাপক

৭৯ বছর বয়সে পিএইচডি! ‘বয়স কোনো বাধা নয়’ প্রমাণ করলেন অধ্যাপক

0

ইচ্ছা থাকলেই উপায় হয়। প্রবাদটির স্পষ্ট প্রতিফলন ধরা পড়ল এক ৭৯ বছর বয়সি অধ্যাপকের অদম্য জেদে। একই সঙ্গে এই বয়সে পিএইচডি করে তিনি প্রমাণ করলেন বয়স কোনো বাধা নয়!

বুধবার ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞানে নিজের পিএইচডি শংসাপত্র পেলেন প্রভাকর কুপ্পাহাল্লি নামে ওই অধ্যাপক। জ্ঞানের সন্ধানে বয়স যে কোনো বাধা হতে পারে না, সে কথাকেই আবারও এক বার প্রমাণ করল তাঁর দৃঢ়তা।

বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর এক জন ভিজিটিং ফ্যাকাল্টি সদস্য প্রভাকর। চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ওই কলেজ থেকেই তিনি পিএইচডি করার জন্য নথিভুক্ত হয়েছিলেন। প্রভাকর বলেন, “পিএইচডি করার স্বপ্ন দেখে এসেছি দীর্ঘদিন ধরে। সেই কবে কম বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার সময় এটার একটা পরিকল্পনা করেছিলাম। তবে পরিস্থিতির চাপে পড়ে সেটা আর সম্ভব হয়নি”।

এ ভাবেই কেটে গিয়েছে বেশ কয়েক দশক। প্রভাকর বলেন, “৭৫ বছর বয়সে এসে আবারও পিএইচডি করার পরিকল্পনা করি। পদার্থ বিজ্ঞানে পিএইচডি করার জন্য ২০১৭ সালে আমি নাম নথিভুক্ত করেছিলাম। তার পর কেটে গিয়েছে পাঁচটা বছর। আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি”।

প্রভাকরের স্ত্রী একজন গৃহবধূ, তাঁদের ছেলে আইটি ইঞ্জিনিয়ার। প্রভাকর জানান, কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর কেশবের সহযোগিতা ছাড়া তাঁর পক্ষে পিএইচডি করা সম্ভব হতো না। তিনিই ছিলেন প্রভাকরের গাইড।

উল্লেখ্য, ১৯৪৪ সালের ১ মার্চ জন্ম প্রভাকরের। ১৯৬৬ সালে আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কয়েক বছর আইআইটি বোম্বেতে কাজ করেছিলেন। ১৯৭৬ সালে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। ভারতে ফিরে আসার আগে প্রায় ১৫ বছর কাজ করেন সেখানে। হতে পারে আশি ছুঁতে চলেছেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত পড়ুয়াদের শিক্ষাদান করছেন। গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গবেষণাধর্মী লেখাও চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: বিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, বিমানে ধূমপান নিয়ে নয়া শোরগোল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version