Homeশিক্ষা ও কেরিয়ারর‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

প্রকাশিত

যাদবপুর বিশ্ববিদ্যালয়— নামটি বহু বার এসেছে বিতর্কে, কখনও র‍্যাগিং কাণ্ডে, কখনও বা শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরে। তা সত্ত্বেও রাজ্যের এই প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তার মেধা, মান এবং জৌলুসে একচুলও পিছিয়ে যায়নি। বরং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের এক ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজে চাকরি পেয়ে যেন ফের প্রমাণ করলেন যাদবপুরের গৌরবময় ঐতিহ্য।

উপায়নকে এই বিরল সুযোগ দিয়েছে বেঙ্গালুরুর বেসরকারি সংস্থা ‘রুব্রিক ইন্ডিয়া’। ওই সংস্থায় ইন্টার্নশিপে যোগ দিয়েছিলেন তিনি, যেখানে বাকি ইন্টার্নরা অধিকাংশই ছিলেন আইআইটি থেকে। কিন্তু যাদবপুর থেকে উপায়নই ছিলেন একমাত্র প্রতিনিধি। নিজ দক্ষতায় সেই জায়গায়ও নজর কাড়েন তিনি। তার পরেই এই বিপুল প্যাকেজের চাকরি।

উপায়নের এই কৃতিত্বে গর্বিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্লেসমেন্ট সেলের কো-অর্ডিনেটার শমিতা ভট্টাচার্য জানিয়েছেন, “গত বছর ৯৩ শতাংশ ছাত্রছাত্রী চাকরি পেয়েছিলেন। এ বছর তা ৯৫ শতাংশেরও বেশি। উপায়নের সাফল্য প্রমাণ করে, আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা নিরলস চেষ্টা করে চলেছেন বিশ্বমানের শিক্ষা পরিবেশ গড়ে তুলতে।”

চলতি বছরের প্লেসমেন্টেও স্নাতক স্তরের ৮৮৫ জনের মধ্যে ইতিমধ্যেই ৮৩২ জন চাকরি পেয়েছেন। প্যাকেজের পরিমাণ গড়ে ১১-১২ লক্ষ টাকা বার্ষিক। স্নাতকোত্তরে একাধিক পড়ুয়া পেয়েছেন ৪০ লক্ষ টাকা পর্যন্ত মাসিক চাকরির প্রস্তাব। ইতিহাস বিভাগের এক ছাত্রীও পেয়েছেন ৮ লক্ষ টাকার বার্ষিক চাকরি— যা তুলনামূলকভাবে একটি ব্যতিক্রমী নজির।

উল্লেখযোগ্য ভাবে, উপায়ন আইসিএসসি এবং সিবিএসই বোর্ডের পরীক্ষায় চমকপ্রদ ফল করার পরেও, রাজ্য জয়েন্টে ৯৮তম স্থান অধিকার করেন। পছন্দসই আইআইটি না পাওয়ায় তিনি যাদবপুরকেই বেছে নেন। উপায়নের বক্তব্য, “অর্থনৈতিকভাবে অনেক পড়ুয়ার পক্ষে নামী বেসরকারি বা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করা সম্ভব নয়। যাদবপুরে কম খরচে একই মানের শিক্ষা এবং গবেষণা পাওয়া যায়।”

এই সাফল্য নতুন করে মনে করিয়ে দেয়— বিতর্কে নয়, যাদবপুরের আসল পরিচয় তার মেধা, পরিশ্রম আর সম্ভাবনায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।