Home শিক্ষা ও কেরিয়ার শুক্রবার মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় দেখা যাবে?

শুক্রবার মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় দেখা যাবে?

শুক্রবার সকালেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। সকাল ১০টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার কিছু ক্ষণ পর থেকেই রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

যে সব ওয়েবসাইটে ফলাফল জানা যাবে, তার মধ্যে রয়েছে: www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.fastresult.in‌।

এ ছাড়াও গুগল প্লে স্টোর থেকে ‘‌Exametc.com‌’‌, ‌’‌Madhyamik Results 2023‌’‌, ‌’‌Madhyamik Results’‌, ‌’‌FASTRESULT’‌‌-এই সব অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমেও পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

5676570 নম্বরে WB10-এর পর নিজেদের ক্রমিক নম্বর লিখে মেসেজ করলেও রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা।

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পর্ষদের তরফে জানানো হয় গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯,৮৭৭৫। যা এই বছর বেশ খানিকটা কমে হয় ৬,৯৮, ৬২৮।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version