Homeশিক্ষা ও কেরিয়ার২০২৪-এ উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়া ভারতীয়দের বড় অংশ পূর্বাঞ্চল থেকে: মার্কিন কনসাল

২০২৪-এ উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়া ভারতীয়দের বড় অংশ পূর্বাঞ্চল থেকে: মার্কিন কনসাল

প্রকাশিত

২০২৪ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বড় অংশ পূর্বাঞ্চল থেকে আসছে, এমনটাই জানিয়েছেন মার্কিন কনসাল মেলিন্ডা পাভেক।

বৃহস্পতিবার, ৮ম বার্ষিক স্টুডেন্ট ভিসা ডে উপলক্ষে তিনি বলেন, “এই অঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারত থেকে, হাজার শিক্ষার্থী আমেরিকা যাত্রা করবে, যা এ বছরের ভারতীয় শিক্ষার্থীদের বৃহত্তম প্রতিনিধিদলের অংশ হবে।”

পাভেক জানান, “গত বছর বিশ্বের শীর্ষ চারটি স্টুডেন্ট ভিসা প্রসেসিং পোস্টই ছিল ভারতে। আমরা ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের চেয়ে বেশি ভিসা ইস্যু করেছি।” মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাভেক আরও বলেন, “শিক্ষার্থীরা আমাদের অগ্রাধিকার। তবে, আমি কোনও শিক্ষার্থীর পরিবারকে আইভি লিগ স্কুলে পড়াশোনা করার জন্য পরিবারের সম্পদ বন্ধক রাখতে হচ্ছে এটা দেখতে চাই না। গুরুত্ব দেওয়া উচিত ডিগ্রির উপর।”

সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় শিক্ষার্থী ভিসা সমস্যার কারণে আমেরিকা পৌঁছানোর পর ফেরত পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে পাভেক বলেন, “আমরা কখনও কোনও প্রকৃত শিক্ষার্থীকে ফিরিয়ে দিতে চাই না।”

পাভেক জানান, ভারতীয়দের ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করতে, মার্কিন কনসুলেট সমাজের প্রান্তিক অংশের নারী উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে দক্ষতা তৈরি করছে। তিনি বলেন, “আমরা তাদের ব্যবসার পরিকল্পনা লেখার উপর বিশেষ দক্ষতা প্রদান করছি। এটি তাদের জন্য যোগাযোগের একটি দিক।”

পাভেক আরও বলেন, “আমেরিকায় ভারতীয় শিক্ষার্থীরা কম্পিউটার বিজ্ঞান, মেশিন লার্নিং এবং এআই এর পাশাপাশি প্রকৌশল, রসায়ন এবং পদার্থবিজ্ঞান অধ্যয়নে আগ্রহী।”

বৃহস্পতিবার দিনব্যাপী ইভেন্টে, মার্কিন কনসুলার টিম দেশজুড়ে ৩,৯০০-এরও বেশি স্টুডেন্ট ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার নিয়েছে। কলকাতার মার্কিন কনসুলেটে, ১০০-এরও বেশি শিক্ষার্থী এবং তাদের পরিবার বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us
SourcePTI

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।