Homeশিক্ষা ও কেরিয়ার২০২৪-এ উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়া ভারতীয়দের বড় অংশ পূর্বাঞ্চল থেকে: মার্কিন কনসাল

২০২৪-এ উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়া ভারতীয়দের বড় অংশ পূর্বাঞ্চল থেকে: মার্কিন কনসাল

প্রকাশিত

২০২৪ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বড় অংশ পূর্বাঞ্চল থেকে আসছে, এমনটাই জানিয়েছেন মার্কিন কনসাল মেলিন্ডা পাভেক।

বৃহস্পতিবার, ৮ম বার্ষিক স্টুডেন্ট ভিসা ডে উপলক্ষে তিনি বলেন, “এই অঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারত থেকে, হাজার শিক্ষার্থী আমেরিকা যাত্রা করবে, যা এ বছরের ভারতীয় শিক্ষার্থীদের বৃহত্তম প্রতিনিধিদলের অংশ হবে।”

পাভেক জানান, “গত বছর বিশ্বের শীর্ষ চারটি স্টুডেন্ট ভিসা প্রসেসিং পোস্টই ছিল ভারতে। আমরা ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের চেয়ে বেশি ভিসা ইস্যু করেছি।” মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাভেক আরও বলেন, “শিক্ষার্থীরা আমাদের অগ্রাধিকার। তবে, আমি কোনও শিক্ষার্থীর পরিবারকে আইভি লিগ স্কুলে পড়াশোনা করার জন্য পরিবারের সম্পদ বন্ধক রাখতে হচ্ছে এটা দেখতে চাই না। গুরুত্ব দেওয়া উচিত ডিগ্রির উপর।”

সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় শিক্ষার্থী ভিসা সমস্যার কারণে আমেরিকা পৌঁছানোর পর ফেরত পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে পাভেক বলেন, “আমরা কখনও কোনও প্রকৃত শিক্ষার্থীকে ফিরিয়ে দিতে চাই না।”

পাভেক জানান, ভারতীয়দের ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করতে, মার্কিন কনসুলেট সমাজের প্রান্তিক অংশের নারী উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে দক্ষতা তৈরি করছে। তিনি বলেন, “আমরা তাদের ব্যবসার পরিকল্পনা লেখার উপর বিশেষ দক্ষতা প্রদান করছি। এটি তাদের জন্য যোগাযোগের একটি দিক।”

পাভেক আরও বলেন, “আমেরিকায় ভারতীয় শিক্ষার্থীরা কম্পিউটার বিজ্ঞান, মেশিন লার্নিং এবং এআই এর পাশাপাশি প্রকৌশল, রসায়ন এবং পদার্থবিজ্ঞান অধ্যয়নে আগ্রহী।”

বৃহস্পতিবার দিনব্যাপী ইভেন্টে, মার্কিন কনসুলার টিম দেশজুড়ে ৩,৯০০-এরও বেশি স্টুডেন্ট ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার নিয়েছে। কলকাতার মার্কিন কনসুলেটে, ১০০-এরও বেশি শিক্ষার্থী এবং তাদের পরিবার বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করেছে।

SourcePTI

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।