চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। নাবার্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডে (NABFINS) কাস্টোমার সার্ভিস অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদ রয়েছে ১টি।
যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে— প্রার্থীকে ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা সর্বাধিক ৩৩ বছর। ফিল্ড অফিসার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই পদে নিযুক্ত ব্যক্তিকে সম্ভাব্য ক্রেতাদের চিহ্নিত করে তাঁদের পরিষেবার আওতায় নিয়ে আসতে হবে। এর জন্য বিভিন্ন গ্রামে গিয়ে কাজ করতে হবে। তাই আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স ও মোটরবাইক থাকা আবশ্যক। এছাড়া ইংরেজি, মাতৃভাষা এবং অন্য কোনও স্থানীয় ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
প্রার্থীকে স্থানীয় ব্যাঙ্ক ও সমতুল প্রতিষ্ঠানগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে স্থানীয় দফতরের ব্যবসার অগ্রগতি ঘটাতে হবে।
আগ্রহীরা ই-মেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশিকা পাওয়া যাবে নাবার্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের সরকারি ওয়েবসাইটে— nabfins.org।