Homeশিক্ষা ও কেরিয়ারNEET UG 2025: 'পেন-অ্যান্ড-পেপার' মোডে একদিনের এক শিফটে পরীক্ষা, ঘোষণা করল NTA

NEET UG 2025: ‘পেন-অ্যান্ড-পেপার’ মোডে একদিনের এক শিফটে পরীক্ষা, ঘোষণা করল NTA

প্রকাশিত

২০২৫ সালের ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (NEET UG) পেন-এন্ড-পেপার মোডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাটি একদিনের এক শিফটে ও OMR ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় NTA। NEET UG ২০২৫ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানানো হয়েছে।

নতুন নিয়মাবলি

NTA জানিয়েছে, পরীক্ষার রেজিস্ট্রেশন ও পরিচালনার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার জন্য অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (APAAR) ID সংযুক্ত করা হবে। পরীক্ষার্থীদের APAAR ID এবং আধার-ভিত্তিক প্রমাণীকরণ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, পরীক্ষার্থীদের আধার নম্বর তাদের দশম শ্রেণির মার্কশিট বা উত্তীর্ণ শংসাপত্র অনুযায়ী আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। আধার নম্বরের সঙ্গে একটি বৈধ মোবাইল নম্বর সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে, যাতে OTP-ভিত্তিক প্রমাণীকরণ সম্ভব হয়।

NTA-র এই নির্দেশিকা এসেছে এমন সময়ে, যখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে, NEET UG-তে সংশোধনী আনতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশগুলি বাস্তবায়িত করা হবে।

২০১৯ সাল থেকে NEET UG পরীক্ষাটি NMC-র পক্ষ থেকে পরিচালনা করে আসছে NTA। নতুন নিয়মের মাধ্যমে পরীক্ষার্থীদের স্বচ্ছ এবং নির্ভুল পরীক্ষার পরিবেশ প্রদান করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পেন-এন্ড-পেপার মোড কী
পেন-এন্ড-পেপার মোড একটি ঐতিহ্যবাহী পরীক্ষা গ্রহণের পদ্ধতি, যেখানে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এবং OMR (Optical Mark Recognition) শিট সরবরাহ করা হয়। এই পদ্ধতিতে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে থাকা উত্তরগুলি একটি নির্ধারিত OMR শিটে সঠিক অপশন বেছে পেন দিয়ে পূরণ করেন। এটি অনলাইন বা কম্পিউটার-বেসড পরীক্ষার (CBT) বিপরীতে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হয়।

পেন-এন্ড-পেপার মোডের বৈশিষ্ট্য:

ম্যানুয়াল উত্তরের পদ্ধতি: পরীক্ষার্থীরা উত্তরগুলি সরাসরি OMR শিটে পূরণ করেন।

কাগজ-ভিত্তিক প্রশ্নপত্র: প্রশ্নপত্র সরাসরি প্রিন্টেড আকারে সরবরাহ করা হয়।

ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন হয় না: এই পদ্ধতিতে কোনো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হয় না।

OMR শিট স্ক্যানিং: পরীক্ষার পরে উত্তরপত্র স্ক্যান করে নম্বর নির্ধারণ করা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।