Homeশিক্ষা ও কেরিয়ারNEET UG 2025: 'পেন-অ্যান্ড-পেপার' মোডে একদিনের এক শিফটে পরীক্ষা, ঘোষণা করল NTA

NEET UG 2025: ‘পেন-অ্যান্ড-পেপার’ মোডে একদিনের এক শিফটে পরীক্ষা, ঘোষণা করল NTA

প্রকাশিত

২০২৫ সালের ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (NEET UG) পেন-এন্ড-পেপার মোডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাটি একদিনের এক শিফটে ও OMR ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় NTA। NEET UG ২০২৫ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানানো হয়েছে।

নতুন নিয়মাবলি

NTA জানিয়েছে, পরীক্ষার রেজিস্ট্রেশন ও পরিচালনার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার জন্য অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (APAAR) ID সংযুক্ত করা হবে। পরীক্ষার্থীদের APAAR ID এবং আধার-ভিত্তিক প্রমাণীকরণ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, পরীক্ষার্থীদের আধার নম্বর তাদের দশম শ্রেণির মার্কশিট বা উত্তীর্ণ শংসাপত্র অনুযায়ী আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। আধার নম্বরের সঙ্গে একটি বৈধ মোবাইল নম্বর সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে, যাতে OTP-ভিত্তিক প্রমাণীকরণ সম্ভব হয়।

NTA-র এই নির্দেশিকা এসেছে এমন সময়ে, যখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে, NEET UG-তে সংশোধনী আনতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশগুলি বাস্তবায়িত করা হবে।

২০১৯ সাল থেকে NEET UG পরীক্ষাটি NMC-র পক্ষ থেকে পরিচালনা করে আসছে NTA। নতুন নিয়মের মাধ্যমে পরীক্ষার্থীদের স্বচ্ছ এবং নির্ভুল পরীক্ষার পরিবেশ প্রদান করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পেন-এন্ড-পেপার মোড কী
পেন-এন্ড-পেপার মোড একটি ঐতিহ্যবাহী পরীক্ষা গ্রহণের পদ্ধতি, যেখানে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এবং OMR (Optical Mark Recognition) শিট সরবরাহ করা হয়। এই পদ্ধতিতে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে থাকা উত্তরগুলি একটি নির্ধারিত OMR শিটে সঠিক অপশন বেছে পেন দিয়ে পূরণ করেন। এটি অনলাইন বা কম্পিউটার-বেসড পরীক্ষার (CBT) বিপরীতে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হয়।

পেন-এন্ড-পেপার মোডের বৈশিষ্ট্য:

ম্যানুয়াল উত্তরের পদ্ধতি: পরীক্ষার্থীরা উত্তরগুলি সরাসরি OMR শিটে পূরণ করেন।

কাগজ-ভিত্তিক প্রশ্নপত্র: প্রশ্নপত্র সরাসরি প্রিন্টেড আকারে সরবরাহ করা হয়।

ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন হয় না: এই পদ্ধতিতে কোনো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হয় না।

OMR শিট স্ক্যানিং: পরীক্ষার পরে উত্তরপত্র স্ক্যান করে নম্বর নির্ধারণ করা হয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।