স্নাতক স্তরের পর এ বার স্নাতকোত্তর স্তরের ভর্তির দিনসূচি প্রকাশ করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে স্নাতকোত্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে ২৫ অগাস্ট। স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।
ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পর, এই বছর আর ভর্তি প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হবে না বলেই স্পষ্ট করেছে দফতর।
উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, যেসব বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে, সেখানে স্নাতকোত্তরে মোট আসনের ৮০ শতাংশ তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। তবে, যেসব বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনও কলেজ নেই, সেখানে ৯০ শতাংশ নিজস্ব এবং ১০ শতাংশ বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন।
অন্যদিকে, স্নাতক স্তরে অনলাইন অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে ৩০ জুলাই। সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩,৫৯,১১৪ জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন। আবেদনকারী সংখ্যা ছুঁয়েছে ২০,৫৯,৭৬০। প্রথম পর্যায়ের মেধাতালিকা প্রকাশ হবে ৭ অগাস্ট, যা আগে থেকেই নির্ধারিত ছিল।
স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধাকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ইতিমধ্যেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারদের কাছে একটি বিস্তারিত গাইডলাইন পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে, মেধার ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করতে হবে এবং কোনওরকম আবেদন ফি নেওয়া যাবে না।
১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর পরের পুরো সেপ্টেম্বর মাস জুড়েই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।