উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ২০২৫ সালে অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে, পরীক্ষার খাতায় রাজনৈতিক স্লোগান বা কোনও অপ্রাসঙ্গিক মন্তব্য লিখলে তাৎক্ষণিকভাবে পরীক্ষাটি বাতিল করা হতে পারে বলে ঘোষণা করা হয়েছে। এই নির্দেশিকা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর সেমিস্টার পদ্ধতিতে আয়োজিত হবে, যা শুরু হবে ৩ মার্চ এবং শেষ হবে ১৮ মার্চ। পরীক্ষার খাতায় ভুল তথ্য প্রদান, অন্যের খাতা নিয়ে লেখা, কিংবা উত্তরপত্র কেন্দ্র থেকে বের করে নেওয়ার মতো ঘটনাগুলির জন্যও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, উত্তরপত্রে চিরকুট বা টাকার নোট পাওয়া গেলে পরীক্ষার্থীকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘‘এটি নতুন কোনও নির্দেশিকা নয়, বরং পূর্বেও এ ধরনের নিয়ম জারি করা হয়েছিল। পরীক্ষার খাতায় কোনও রাজনৈতিক স্লোগান বা অপ্রাসঙ্গিক মন্তব্য লেখা নিষিদ্ধ। এর ফলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে।’’
নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ, বিদায়ী গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লির না
তবে, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকাকে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করছেন। সেদিনের ঘটনা ঘিরে রাজ্যজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রভাব যাতে পরীক্ষার খাতায় না পড়ে, সেই বিষয়ে সতর্কতার বার্তা দিচ্ছে এই নির্দেশিকা। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনার প্রতিবাদ যেভাবে ছড়িয়ে পড়েছে, তা পরীক্ষায় কোনওরকম প্রভাব না ফেলে, তা নিশ্চিত করার জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে বলে অভিমত প্রশাসনিক মহলের।
শিক্ষার্থীদের জন্য এই কড়াকড়ি নির্দেশিকা পরীক্ষার পরিবেশকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।