সোমবার নয়াদিল্লির নতুন সংসদ ভবন থেকে ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু করলেন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে যুব সমাজ তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন কোর্স করছে, আর শিল্পক্ষেত্রও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্সসহ নানা নতুন প্রযুক্তির মাধ্যমে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, চাকরির সুযোগ বৃদ্ধি এবং চাকরিপ্রার্থীদের পাশাপাশি নিয়োগকর্তাদের সহযোগিতা করার জন্য পাঁচটি পৃথক স্কিম চালু করা হয়েছে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী যথাযথভাবে উপলব্ধি করেছেন যে আমাদের যুবসমাজ বিভিন্ন কোর্সের মাধ্যমে দক্ষতা অর্জন করছে, কিন্তু শিল্পক্ষেত্রে চাহিদার সঙ্গে সেই দক্ষতার পুরোপুরি মিল নেই। শিল্পপ্রতিষ্ঠানগুলো এআই, রোবটিক্সসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করছে। নতুন নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে তারা নির্দিষ্ট দক্ষতা প্রত্যাশা করে, যা অনেক ক্ষেত্রেই ঘাটতি থাকে। তাই চাকরির সুযোগ বৃদ্ধি, চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের সহায়তা দিতে পাঁচটি নতুন স্কিম চালু করা হয়েছে।”
২০২৪-২৫ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের (PMIS) প্রথম দফায় ২৮,১৪১ প্রার্থী ইন্টার্নশিপের অফার গ্রহণ করেছেন। দ্বিতীয় দফা, যা জানুয়ারিতে শুরু হয়েছে, এর মাধ্যমে ৩০০টিরও বেশি কোম্পানিতে ১ লক্ষের বেশি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে, যার লক্ষ্য ২০২৪-২৫ সালে মোট ১.২৫ লক্ষ ইন্টার্নশিপ প্রদান করা।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে,পরবর্তী পাঁচ বছরে এই প্রকল্পটি দেশের শীর্ষ ৫০০টি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ১ কোটি তরুণকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।
ইন্টার্নরা প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা পাবেন, এককালীন ৬,০০০ টাকা আনুষঙ্গিক খরচের অনুদান পাবেন এবং ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ ও ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’র আওতায় বিমা সুবিধা পাবেন।
এই স্কিমে যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক (১০ম), উচ্চমাধ্যমিক (১২ম) উত্তীর্ণ হওয়ার পাশাপাশি স্নাতক ডিগ্রি, আইটিআই ডিপ্লোমা বা অন্য কোনো প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে।