Homeশিক্ষা ও কেরিয়ারহুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

প্রকাশিত

দক্ষিণবঙ্গের হুগলি জেলায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরের অধীনে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার অতিরিক্ত ইনস্পেক্টর (Additional Inspector) পদে মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে জেলার বিভিন্ন পুরসভা ও মহকুমা এলাকায়।

এই পদগুলিতে নিয়োগ হবে—
চন্দননগর পুর নিগম, ভদ্রেশ্বর পুরসভা, হুগলি-চুঁচুড়া পুরসভা, বৈদ্যবাটী পুরসভা, গোঘাট মহকুমা, বলাগড় মহকুমা, হরিপাল মহকুমা এবং জাঙ্গিপাড়া মহকুমা এলাকায়।

চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে পারবেন অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতর থেকে অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর বা এক্সটেনশন অফিসাররা, এবং রাজ্য সরকারের দফতরে কাজ করা আপার ডিভিশন ক্লার্ক (UDC) পদে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আবেদন করতে পারবেন।

প্রাথমিকভাবে এক বছরের মেয়াদে নিয়োগ করা হবে, এবং প্রয়োজন হলে মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

ইন্টারভিউ তারিখ ও স্থান

৬ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে সাক্ষাৎকার প্রক্রিয়া।
স্থান — গতিধারা মিটিং হল, জেলাশাসকের দফতর, নতুন প্রশাসনিক ভবনের ৩য় তলা, হুগলি।

আবেদনকারীদের বয়স হতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৬৪ বছর।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নিয়োগের মাধ্যমে জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণমূলক প্রকল্পগুলির তদারকি ও বাস্তবায়ন আরও সুসংহত হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।