দক্ষিণবঙ্গের হুগলি জেলায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরের অধীনে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার অতিরিক্ত ইনস্পেক্টর (Additional Inspector) পদে মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে জেলার বিভিন্ন পুরসভা ও মহকুমা এলাকায়।
এই পদগুলিতে নিয়োগ হবে—
চন্দননগর পুর নিগম, ভদ্রেশ্বর পুরসভা, হুগলি-চুঁচুড়া পুরসভা, বৈদ্যবাটী পুরসভা, গোঘাট মহকুমা, বলাগড় মহকুমা, হরিপাল মহকুমা এবং জাঙ্গিপাড়া মহকুমা এলাকায়।
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে পারবেন অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতর থেকে অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর বা এক্সটেনশন অফিসাররা, এবং রাজ্য সরকারের দফতরে কাজ করা আপার ডিভিশন ক্লার্ক (UDC) পদে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আবেদন করতে পারবেন।
প্রাথমিকভাবে এক বছরের মেয়াদে নিয়োগ করা হবে, এবং প্রয়োজন হলে মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
ইন্টারভিউ তারিখ ও স্থান
৬ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে সাক্ষাৎকার প্রক্রিয়া।
স্থান — গতিধারা মিটিং হল, জেলাশাসকের দফতর, নতুন প্রশাসনিক ভবনের ৩য় তলা, হুগলি।
আবেদনকারীদের বয়স হতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৬৪ বছর।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নিয়োগের মাধ্যমে জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণমূলক প্রকল্পগুলির তদারকি ও বাস্তবায়ন আরও সুসংহত হবে।