Home শিক্ষা ও কেরিয়ার কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

ইন্টার্নশিপ

কলকাতার প্রাচীন ইতিহাসে আগ্রহীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে সাবর্ণ সংগ্রহশালা। সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের উদ্যোগে ২০২৫ সালে একটি বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা কলকাতার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে হাতে-কলমে কাজের সুযোগ পাবেন।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য শহরের অতীতকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। যারা ইতিহাস, হেরিটেজ কনজারভেশন, আরবান স্টাডিজ বা কালচারাল রিসার্চে আগ্রহী, তাদের জন্য এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কোর্সের বিষয়বস্তু:

  • মিউজিয়াম ও ফ্যামিলি মিউজিয়ামের ধারণা
  • সাধারণ মিউজিয়াম ম্যানেজমেন্ট
  • সংগ্রহে থাকা বস্তুগুলির যত্ন ও সংরক্ষণ
  • ডকুমেন্টেশন ও ক্যাটালগ তৈরি
  • ফিল্ড প্রজেক্ট (দুটি নির্ধারিত বিষয় নিয়ে)
  • ‘কলকাতা ক্যানভাস’ – ফটোগ্রাফি প্রজেক্ট
  • ‘কলকাতা হিস্ট্রি’ – লেখালেখির প্রজেক্ট

কোর্সের মেয়াদ:

ছাত্রছাত্রীরা ১৫ / ২৫ / ৩০ দিনের মধ্যে যেকোনও একটি মেয়াদ বেছে নিতে পারেন (মোট ৬০ ঘণ্টা)। ক্লাস ও কাজ হবে সাবর্ণ সংগ্রহশালায় এবং ফিল্ড প্রজেক্টের মাধ্যমে।

ফি:

প্রতি ছাত্রছাত্রীর জন্য ৬০০ টাকা (UPI-এর মাধ্যমে পাঠানো যাবে: 9830289400)

📝 আবেদন পদ্ধতি:

  • প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত ৫ জনের একটি ব্যাচ-কে একত্রে আবেদন করতে হবে।
  • ফি পাঠানোর স্ক্রিনশট এবং শিক্ষার্থীদের তালিকা পাঠাতে হবে: sabarnaparishad@gmail.com

বিশেষ গুরুত্ব:

এই ইন্টার্নশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহাসিক অবদান ও কলকাতার গঠনপ্রক্রিয়ার ভিতর থেকে জানার সুযোগ পাবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version