Homeখবররাজ্যএকাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক ক্লাসে ভরতির আবেদনের জন্য এ বার একটাই পোর্টালে লগ...

একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক ক্লাসে ভরতির আবেদনের জন্য এ বার একটাই পোর্টালে লগ ইন

প্রকাশিত

কলকাতা: একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভরতির আবেদন করতে হলে আর সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে না। এখন থেকে একটা অভিন্ন ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলেই চলবে। পশ্চিমবঙ্গের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভরতি হওয়ার জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই ভরতির এই পদ্ধতি চালু হচ্ছে।

দ্য টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভরতি শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দফতর ইতিমধ্যেই সেন্ট্রালাইজড অনলাইন ভরতি প্রক্রিয়া নিয়ে নির্দেশিকা জারি করে দিয়েছে।

সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীভূত অনলাইন ভরতি প্রক্রিয়া চালু করার বিষয়টি গত মে মাসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু উচ্চশিক্ষা দফতর তা কার্যকর করার বিষয়টি স্থগিত করে দেয়।

এই পদ্ধতি চালু হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভরতি প্রক্রিয়ায় ছাত্র ইউনিয়নের নাক গলানোর বিষয়টি রোখা যাবে বলে শিক্ষামহল মনে করে।

মঙ্গলবার উচ্চশিক্ষা দফতরের এক ডেপুটি সেক্রেটারির সই করা নির্দেশিকায় বলা হয়েছে, “স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান/কলেজ, ট্রেনিং কলেজ, ল’ কলেজ ছাড়া পশ্চিমবঙ্গের বাকি সব সরকারি কলেজ, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, একক বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের জেনারেল ডিগ্রি কোর্সে ভরতির জন্য ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তৈরি করা সেন্ট্রালাইজড ওয়েব-বেসড্‌ অনলাইন অ্যাডমিশন পোর্টাল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর।”

উচ্চশিক্ষা দফতরের এই নির্দেশিকায় একক বিশ্ববিদ্যালয়ের কথা বলা হলেও দফতরের অন্য সূত্র মারফত জানা গিয়েছে, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো যে সব বিশ্ববিদ্যালয় ভরতি পরীক্ষার ব্যবস্থা করে তাদের এর আওতা থেকে বাদ রাখা হবে। এ সব বিশ্ববিদ্যালয়কে নিজেদের ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

যে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্র্যাফট্‌স, নৃত্য, সংগীত, ইনজিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং এবং মেডিক্যাল কোর্স পড়ানো হয়, তাদের ক্ষেত্রে ভরতির এই নির্দেশিকা কার্যকর হবে না। যে সব কলেজ নিজেদের প্রয়োজনীয় টাকা নিজেরাই জোগাড় করে তাদের এর আওতায় রাখা হয়নি।

এই কেন্দ্রীভূত অনলাইন ভরতি ব্যবস্থা সফল ভাবে কার্যকর করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের তরফে ১০ সদস্যের এক কমিটি গড়া হয়েছে। দফতরের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, আসন্ন শিক্ষাবর্ষে ভরতির এই প্রক্রিয়া চালু করার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।

গত বছর মে মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেন্ট্রালাইজড অনলাইন ভরতি প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছিলেন। তার ঠিক এক মাস পরে ২৯ জুন তিনি জানান, নতুন প্রক্রিয়া বোঝার জন্য কিছু সময় দরকার বলে কয়েক জন উপাচার্য জানানোয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রালাইজড অনলাইন ভরতি প্রক্রিয়া চালু হচ্ছে না। 

“তাই আমরা এ বছর খুব সাবধানে এগোচ্ছি”, দফতরের আর-এক অফিসার মঙ্গলবার জানান।

আরও পড়ুন

রাত পোহালেই মাধ্যমিক, ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

আরও পড়ুন

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।