Homeশিক্ষা ও কেরিয়ারডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে...

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে স্নাতক পাঠ্যক্রমও

SRFTI-তে এবার থেকে ডিপ্লোমার বদলে মিলবে MFA ডিগ্রি। ১২টি বিভাগে স্নাতকোত্তর কোর্স শুরু হচ্ছে এই শিক্ষাবর্ষেই। আগামী বছর থেকে চালু হতে পারে স্নাতক কোর্স।

প্রকাশিত

কলকাতা: সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) এবার নতুন পরিচয়ে পথ চলা শুরু করল। ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল কলকাতার এই খ্যাতনামা ফিল্ম ইনস্টিটিউট। আর সেই সঙ্গে এক বড় পরিবর্তনের পথে এগোল প্রতিষ্ঠান। এ বছর থেকেই স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ডিপ্লোমার বদলে পাবেন MFA (Master in Fine Arts) ডিগ্রি।

SRFTI-র ডিরেক্টর সমীরণ দত্ত জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই সব প্রস্তুতি শুরু করেছি। চলতি শিক্ষাবর্ষ থেকেই ১২টি বিশেষায়িত কোর্সে MFA ডিগ্রি প্রদান শুরু হবে।” সিনেমা এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া (EDM) এই দুই বিভাগে মিলিয়ে মোট ১২টি বিষয়ে বিশেষায়িত স্নাতকোত্তর কোর্স চালু থাকবে।

সিনেমা বিভাগের ৬টি বিশেষায়িত কোর্স হল:

  • ফিল্ম ও টেলিভিশনের জন্য প্রোডিউসিং
  • পরিচালনা ও স্ক্রিনপ্লে রাইটিং
  • সিনেমাটোগ্রাফি
  • সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন
  • এডিটিং
  • অ্যানিমেশন সিনেমা

EDM বিভাগের ৬টি কোর্স হল:

  • EDM-এর জন্য সাউন্ড
  • EDM পরিচালনা ও প্রোডিউসিং
  • EDM লেখালিখি
  • EDM এডিটিং
  • EDM সিনেমাটোগ্রাফি
  • EDM ম্যানেজমেন্ট

এই মুহূর্তে SRFTI-র EDM বিভাগই দেশের একমাত্র বিভাগ যেখানে টেলিভিশন এবং OTT প্ল্যাটফর্ম—উভয় ক্ষেত্রেই প্রফেশনাল প্রস্তুতি দেওয়া হয়।

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার ফলে UGC-র নিয়ম মেনে চলা, NEP 2020-এর গাইডলাইন মেনে পাঠ্যক্রম তৈরি, NIRF র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণ এবং Academic Bank of Credits-এর সঙ্গে যুক্ত হওয়া—এই সব কাজ SRFTI-র জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে।

তবে শুধু স্নাতকোত্তর নয়, বহু শিক্ষার্থী জানতে চাইছেন, কবে থেকে স্নাতক স্তরে ভর্তি নেওয়া শুরু হবে। এই প্রসঙ্গে SRFTI ডিরেক্টর বলেন, “স্নাতক কোর্স চালুর জন্য বেশ কিছু প্রশাসনিক ও অ্যাকাডেমিক নিয়মকানুন অনুসরণ করতে হবে। আমরা চেষ্টা করছি আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতক পাঠ্যক্রম চালু করতে।”

SRFTI-র এই পরিবর্তন নিঃসন্দেহে দেশের চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়ার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনভদ্রের পাথরখাদানে ধস: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন

খবর অনলআইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিল্লী মারকুন্ডি এলাকায় একটি পাথরখাদানে ধসে তিনজন শ্রমিকের...

দিল্লি গাড়ি বিস্ফোরণ: আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল এনআইএ, কাশ্মীরি যুবক গ্রেফতার

খবর অনলাইন ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল জাতীয়...

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

আরও পড়ুন

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।