Homeশিক্ষা ও কেরিয়ারডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে...

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে স্নাতক পাঠ্যক্রমও

SRFTI-তে এবার থেকে ডিপ্লোমার বদলে মিলবে MFA ডিগ্রি। ১২টি বিভাগে স্নাতকোত্তর কোর্স শুরু হচ্ছে এই শিক্ষাবর্ষেই। আগামী বছর থেকে চালু হতে পারে স্নাতক কোর্স।

প্রকাশিত

কলকাতা: সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) এবার নতুন পরিচয়ে পথ চলা শুরু করল। ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল কলকাতার এই খ্যাতনামা ফিল্ম ইনস্টিটিউট। আর সেই সঙ্গে এক বড় পরিবর্তনের পথে এগোল প্রতিষ্ঠান। এ বছর থেকেই স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ডিপ্লোমার বদলে পাবেন MFA (Master in Fine Arts) ডিগ্রি।

SRFTI-র ডিরেক্টর সমীরণ দত্ত জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই সব প্রস্তুতি শুরু করেছি। চলতি শিক্ষাবর্ষ থেকেই ১২টি বিশেষায়িত কোর্সে MFA ডিগ্রি প্রদান শুরু হবে।” সিনেমা এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া (EDM) এই দুই বিভাগে মিলিয়ে মোট ১২টি বিষয়ে বিশেষায়িত স্নাতকোত্তর কোর্স চালু থাকবে।

সিনেমা বিভাগের ৬টি বিশেষায়িত কোর্স হল:

  • ফিল্ম ও টেলিভিশনের জন্য প্রোডিউসিং
  • পরিচালনা ও স্ক্রিনপ্লে রাইটিং
  • সিনেমাটোগ্রাফি
  • সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন
  • এডিটিং
  • অ্যানিমেশন সিনেমা

EDM বিভাগের ৬টি কোর্স হল:

  • EDM-এর জন্য সাউন্ড
  • EDM পরিচালনা ও প্রোডিউসিং
  • EDM লেখালিখি
  • EDM এডিটিং
  • EDM সিনেমাটোগ্রাফি
  • EDM ম্যানেজমেন্ট

এই মুহূর্তে SRFTI-র EDM বিভাগই দেশের একমাত্র বিভাগ যেখানে টেলিভিশন এবং OTT প্ল্যাটফর্ম—উভয় ক্ষেত্রেই প্রফেশনাল প্রস্তুতি দেওয়া হয়।

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার ফলে UGC-র নিয়ম মেনে চলা, NEP 2020-এর গাইডলাইন মেনে পাঠ্যক্রম তৈরি, NIRF র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণ এবং Academic Bank of Credits-এর সঙ্গে যুক্ত হওয়া—এই সব কাজ SRFTI-র জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে।

তবে শুধু স্নাতকোত্তর নয়, বহু শিক্ষার্থী জানতে চাইছেন, কবে থেকে স্নাতক স্তরে ভর্তি নেওয়া শুরু হবে। এই প্রসঙ্গে SRFTI ডিরেক্টর বলেন, “স্নাতক কোর্স চালুর জন্য বেশ কিছু প্রশাসনিক ও অ্যাকাডেমিক নিয়মকানুন অনুসরণ করতে হবে। আমরা চেষ্টা করছি আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতক পাঠ্যক্রম চালু করতে।”

SRFTI-র এই পরিবর্তন নিঃসন্দেহে দেশের চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়ার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।