Homeশিক্ষা ও কেরিয়ারডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে টেট ২০২৩-এর ফল, আশ্বাস শিক্ষামন্ত্রীর

ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে টেট ২০২৩-এর ফল, আশ্বাস শিক্ষামন্ত্রীর

প্রকাশিত

২০২৩ সালের টেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা হাইস্কুলে আয়োজিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে এসে তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ করা হবে।

শিবিরে সাধারণ মানুষের অভিযোগ শোনার সময় ভিড় থেকে দুই যুবক স্মারকলিপি হাতে শিক্ষামন্ত্রীর কাছে এগিয়ে আসেন। প্রথমে নিরাপত্তারক্ষীরা তাঁদের সরিয়ে দিতে চাইলে, মন্ত্রী নিজেই তাঁদের ডেকে নিয়ে সমস্যার কথা শোনেন। যুবকরা জানান, ২০২৩ সালে টেট দেওয়ার পর দু’বছর কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি। অনিশ্চয়তার মধ্যে তাঁরা দিশাহারা।

শিক্ষামন্ত্রী বলেন, “ওবিসি মামলার কারণে রেজাল্ট আটকে গিয়েছিল। এখন সেই জট কেটে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করবে।”

স্মারকলিপি জমা দেওয়া চাকরিপ্রার্থী তপু মহন্ত বলেন, “২০২২ সালের প্রাথমিক টেটের ফল দু’মাসের মধ্যেই প্রকাশ হয়েছিল। কিন্তু ২০২৩ সালের পরীক্ষার ফল এখনও বেরোয়নি। দ্রুত ফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছি।”

এদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ব্রাত্যবাবু যেখানেই যাবেন, সেখানেই জনগণ তাঁকে চেপে ধরবে।”

এই প্রতিবেদনটি পড়তে পারেন: ইস্ট-ওয়েস্ট মেট্রোর জেরে কমছে বাসযাত্রী, রুটে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।