রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। সম্প্রতি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ ৪২টি। এর মধ্যে অসংরক্ষিত ১৭টি। তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত ৭টি, তফশিলি উপজাতিদের সংরক্ষিত ৪টি, ওবিসিদের জন্য সংরক্ষিত ১০টি, আর্থিক ভাবে দুর্বলদের জন্য সংরক্ষিত ৪টি পদ। জুনিয়র ইনস্পেকটর হিসাবে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
চাকরির বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, যে কোনো স্বীকৃত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি পাট সংক্রান্ত নানা কাজে (কাঁচা পাট কেনা/বেচা, এর গ্রেডিং করা, বাছাই করা ইত্যাদি) তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ২১,৫০০-৮৬,৫০০ টাকা। বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছরের মধ্যে (২০২৪-এর ১ সেপ্টেম্বরে)। বাদবাকিদের ক্ষেত্রে ৩ থেকে ১৩ বছর পর্যন্ত ছাড় আছে।
কীভাবে করবেন আবেদন
৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে জুট কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট www.jutecorp.in মারফত। নির্দিষ্ট আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। কী কী নথিপত্র আপলোড করতে হবে এবং এই চাকরি সম্পর্কে বিস্তারিত সবকিছু জানার জন্য https://www.jutecorp.in/recruitment/ দেখে নিন। Serial no. 3–এ title–এ দেখুন Recruitment in Non-Executive Cadre। সেখানে Advertisement-এ ক্লিক করুন। সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
আরও পড়ুন
পূর্ব বর্ধমানের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ডেটা এন্ট্রি অপারেটরের ১৫টি শূন্যপদে নিয়োগ