পূর্ব বর্ধমান জেলার ভূমি ও ভূমি সংস্কার দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ১৫টি। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ন্যূনতম স্নাতক হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও বেসিক ইন্টারনেটে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২০২৪ সালের ২৭ আগস্টের নিরিখে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। নিয়োগের পর প্রাথমিকভাবে প্রথম বছর মাসে ১১ হাজার টাকা করে বেতন মিলবে।
কীভাবে করবেন আবেদন
১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে – https://purbabardhaman.nic.in। আবেদনপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রতিলিপি স্ক্যান করে আপলোড করতে হবে। সে সব গুরুত্বপূর্ণ নথিপত্র হল – বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ডোমসাইল শংসাপত্র, স্নাতক ডিগ্রির শংসাপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, উচ্চ শিক্ষা সংক্রান্ত শংসাপত্র ও মার্কশিট ও প্রয়োজন লাগলে জাতিগত শংসাপত্র। ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
কীভাবে বাছাই
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করা হবে। ২ ঘণ্টার ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে ইংরেজিতে। শুধু বাংলা ব্যাকরণের অংশ বাংলায় থাকবে।
আরও পড়ুন
নদিয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আশাকর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন