Home শিক্ষা ও কেরিয়ার তৃতীয় দফায় বাড়ল কলেজে অনলাইনে ভর্তির সময়সীমা, এবার ৩০ জুলাই পর্যন্ত আবেদন

তৃতীয় দফায় বাড়ল কলেজে অনলাইনে ভর্তির সময়সীমা, এবার ৩০ জুলাই পর্যন্ত আবেদন

College Admission West Bengal

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তির আবেদন করার সময়সীমা আরও একবার বাড়াল পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতর। তৃতীয় দফায় এই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুলাই পর্যন্ত। এর আগে দুই দফায় সময়সীমা বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ৪১ দিনের মাথায়, অর্থাৎ ১৮ জুন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। শুরুতেই প্রথম পর্যায়ের আবেদন ও রেজিস্ট্রেশনের জন্য শেষ তারিখ ছিল ১ জুলাই। এরপর তা বাড়িয়ে ১৫ জুলাই করা হয়। দ্বিতীয় দফায় ফের ১০ দিন সময় বাড়িয়ে ২৫ জুলাই পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় দফতর।

এবার তৃতীয় দফায় ফের ৫ দিনের জন্য সময়সীমা বাড়ানো হল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্রছাত্রীরা অভিন্ন পোর্টালের মাধ্যমে ৩০ জুলাই পর্যন্ত আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজকে এ বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।

উচ্চশিক্ষা দফতরের এই সিদ্ধান্তে বহু পড়ুয়া যাঁরা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তাঁরা নতুন করে সুযোগ পাবেন বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষক মহল। তবে প্রশ্ন উঠছে, একের পর এক আবেদনপত্র গ্রহণের সময়সীমা বাড়লে আসন বণ্টন ও ক্লাস শুরুতে কি বিলম্ব হবে না?

আরও পড়ুন: অ্যান্টি র‍্যাগিং নিয়ম না মানায় শোকজ রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়কে, অনুদান বন্ধের হুঁশিয়ারি ইউজিসির

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version