Home শিক্ষা ও কেরিয়ার UGC NET 2024: জুনের বাতিল পরীক্ষা হবে ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর

UGC NET 2024: জুনের বাতিল পরীক্ষা হবে ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর

0

বাতিল হওয়া জুন সেশনের ইউজিসি নেট পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবারের পরীক্ষা লিখিত হবে না। কম্পিউটারভিত্তিক পরীক্ষা হবে ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও সহকারী অধ্যাপক নিয়োগ আর ৮৩টি বিষয় পিএইচডিতে ভরতির জন্য ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়। ১৮ জুন হয়েছিল জুন সেশনের ইউজিসি নেট পরীক্ষা। কিন্তু পরদিন অর্থাৎ ১৯ জুন প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কায় পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরে জানা যায়, পরীক্ষার ২ দিন আগে ডার্ক ওয়েবে ফাঁস হয় প্রশ্নপত্র।

এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ১০ দিন আগে এগজাম সিটি স্লিপ রিলিজ করা হবে https://ugcnet.nta.ac.in ও www.nta.ac.in ওয়েবসাইট মারফত। স্লিপ ডাউনলোড করে নিতে হবে।

কবে কখন কী পরীক্ষা

২১ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সেশনে হবে ইংরেজি, জাপানি, পারফর্মিং আর্টের পরীক্ষা। বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেশনে হবে ইংরেজি, ডোগরি, স্প্যানিশ, রাশিয়া, ফার্সি, কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন, হিন্দু স্টাডিজের পরীক্ষা।

২২ আগস্ট সকালের সেশনে (সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত) হবে সোশ্যাল ওয়ার্ক, হোম সায়েন্স, সংগীত, এডুকেশন, কন্টিনিউয়িং এডুকেশন, অ্যান্ড্রাগগি, নন ফর্মাল এডুকেশন, ইন্ডিয়ান কালচার, বৌদ্ধ, জৈন, গান্ধীবাদী পিস স্টাডিজ, আর্কিওলজি ও ফরাসি ভাষার পরীক্ষা। দ্বিতীয় সেশনে (বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) হবে এডুকেশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা।

২৩ আগস্ট সকালের সেশনে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের পরীক্ষা। বেলার সেশনে হবে বাংলা, চিনা, রাজস্থানী, আরব কালচার অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কাশ্মীরী ও সমাজবিদ্যার পরীক্ষা।

২৬ আগস্ট সকালে হবে ফিলোসোফি ও হিন্দির পরীক্ষা। বেলায় হবে ওড়িয়া, নেপালি, মণিপুরী, অহমিয়া আর সান্তালি ভাষার পরীক্ষা।

২৮ আগস্ট সকালে মিউজিওলজি ও কনজারভেশন আর অর্থনীতির পরীক্ষা হবে। বেলার সেশনে গুরমুখী, তামিল ও ভূগোলের পরীক্ষা হবে।

২৯ আগস্ট সকালে হবে মৈথিলী, আরবী, গুজরাতি, জার্মান, পালি, প্রাকৃত, বোরো, সিন্ধি ভাষার ও ইতিহাসের পরীক্ষা হবে। বেলার সেশনে মরাঠি, কন্নড়, ইতিহাসের পরীক্ষা হবে।

৩০ আগস্ট নৃতত্ত্ববিদ্যা, মনোবিদ্যা, ডিফেন্স স্টাডিজ, পপুলেশন স্টাডিজ, লিঙ্গুইস্টিক, ভিজ্যুয়াল আর্টস, সোশ্যাল মেডিসিন, ফরেনসিক সায়েন্স, ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা হবে সকালের সেশনে। বেলার সেশনে আইনবিদ্যা ও সংস্কৃত ভাষার পরীক্ষা হবে।

২ সেপ্টেম্বর সকালে হবে মালায়ালাম, উর্দু, লেবার ওয়েলফেয়ার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ক্রিমিনোলজি, ট্রাইব্যাল অ্যান্ড রিজিওনাল লিটারেচার, লোকসাহিত্য, বাণিজ্য, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, আন্তর্জাতিক সম্পর্ক ও পরিবেশবিদ্যার পরীক্ষা। বেলার সেশনে হবে ফিজিক্যাল এডুকেশন, গণজ্ঞাপন ও সাংবাদিকতা, বাণিজ্য, উইমেন স্টাডিজের পরীক্ষা।

৪ সেপ্টেম্বর সকালের সেশনে হবে রাষ্ট্রবিজ্ঞান ও কম্পারেটিভ লিটারেচারের পরীক্ষা। বেলায় হবে যোগা ও রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা।

আরও পড়ুন

NEET UG 2024: পরীক্ষা বহাল রেখে এনটিএ-কে ত্রুটি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version