খবর অনলাইন ডেস্ক: ২০২৪ সালের নিট ইউজি (NEET UG) পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে তারা তাদের ২৩ জুলাইয়ের রায় বহাল রাখল। শীর্ষ আদালত শুক্রবার বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াকে কেন্দ্র করে এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করা হচ্ছে না। কারণ, প্রশ্নপত্র ফাঁস হলেও তা সীমাবদ্ধ জায়গায় হয়েছে এবং তাতে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়নি।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে, “হাজারিবাগ ও পটনার বাইরে আর কোথাও পরীক্ষার পবিত্রতা ভাঙা হয়নি। তাই আমরা নিট ইউজি পরীক্ষা বাতিল করলাম না।”
ডিভিশন বেঞ্চ বলেছে, পরীক্ষাকে ঘিরে এ বছর যেসব ত্রুটি দেখা গেল তা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) শোধরাতেই হবে। এ সব কাণ্ডে ছাত্রদের কোনো স্বার্থ রক্ষিত হয় না।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাজকর্ম পর্যালোচনা এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার সংক্রান্ত সুপারিশ করার জন্য ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে কেন্দ্র যে প্যানেল তৈরি করেছে তার প্রতি নির্দেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। প্যানেলের কাজের পরিধিও বাড়িয়ে দিয়েছে বেঞ্চ। বেঞ্চ বলেছে, পরীক্ষা পদ্ধতিতে যেসব গলদ রয়েছে তা দূর করার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে সে সংক্রান্ত রিপোর্ট আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেব প্যানেল।
এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু আবেদন জমা পড়ে। গত ২৩ জুলাই শীর্ষ আদালত সেই সব আবেদন খারিজ করে দিয়ে বলেছিল, একেবারে পরিকল্পনামাফিক পরীক্ষার পবিত্রতা নষ্ট করে সবকিছু দুষিত করা হয়েছে, এমন সিদ্ধান্তে আসার মতো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের এই রায়ে কেন্দ্রের এনডিএ মুখ কিছুটা হলেও বাঁচল। এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং এ ধরনের আরও কিছু কোর্সে ভর্তি হওয়ার জন্য গত ৫ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ২০২৪ (NEET UG) নেওয়া হয়। তাতে ২৩ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল।