Homeশিক্ষা ও কেরিয়ারগ্রেট ব্রিটেনে পড়তে যাওয়ার আগে সাবধান! চাকরির বাজারে ধস, ভারতীয় ছাত্রী জাহ্নবীর...

গ্রেট ব্রিটেনে পড়তে যাওয়ার আগে সাবধান! চাকরির বাজারে ধস, ভারতীয় ছাত্রী জাহ্নবীর সতর্কবার্তায় তোলপাড়

প্রকাশিত

লন্ডনে বসবাসকারী ভারতীয় ছাত্রী জাহ্নবী জৈনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে অনলাইনে। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে আসা ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য চাকরির বাজার যে কতটা কঠিন, তা নিজের অভিজ্ঞতার ভিত্তিতে জানিয়ে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন তিনি।

এক্স (পূর্বতন টুইটার)-এ ভাইরাল হওয়া পোস্টে জাহ্নবী লেখেন, “অনেকেই আমাকে ইউকে-তে মাস্টার্স করতে আসা নিয়ে জিজ্ঞাসা করে। আমি সোজা বলব – আসবেন না। আমার ব্যাচের ৯০ শতাংশকেই দেশে ফিরে যেতে হয়েছে কারণ এখানে চাকরি নেই। যদি পয়সা নষ্ট করার মতো থাকে, তাহলে আসতে পারেন, না হলে নয়।”

জাহ্নবী নিজে যদিও একমাত্র ‘লাকি’ হিসেবে গ্রেট ব্রিটেনে মার্কেটিং-এর চাকরি পেয়েছেন, তবুও তিনি পরিষ্কার করে জানিয়েছেন, বেশিরভাগ ভারতীয় ছাত্রছাত্রীকেই এমন সুযোগ মেলেনি। তার এই খোলাখুলি বক্তব্য বহু ব্যবহারকারীর সঙ্গেও মিলে গেছে, যাঁরা একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন বা উদ্বেগ প্রকাশ করেছেন।

এরপর একটি ফলো-আপ পোস্টে জাহ্নবী আরও জানান, ব্রিটিশ যুক্তরাষ্ট্রে নতুন সরকারিভাবে চালু হওয়া একটি নীতির কারণে আন্তর্জাতিক অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ আরও কঠিন হয়েছে।
তিনি লেখেন, “আগে যেখানে Indefinite Leave to Remain (ILR) পাওয়ার জন্য ৫ বছর থাকলেই চলত, এখন সেই সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে ১০ বছর। ফলে আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।”

এই সতর্কবার্তা এমন সময় সামনে এল যখন ব্রিটিশ যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ধারাবাহিকভাবে সংকটের মধ্যে রয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫-এর মধ্যে যুক্তরাজ্যে চাকরির শূন্যপদ ৪২,০০০ কমেছে, যা পরপর ৩৪তম ত্রৈমাসিকে পতনের রেকর্ড।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।