চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রোজেক্ট ফেলো ও সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। ফেলোশিপ পাওয়া যাবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, প্রোজেক্ট ফেলো পদে শূন্যপদ ২ আর সিনিয়র রিসার্চ ফেলো পদে শূন্যপদ ১টি। ওয়াক ইন ইন্টারভিউ মারফত কর্মী নিয়োগ করা হবে। সিলেকশন কমিটির সামনে ২৪ অক্টোবর ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে। কোচবিহারের পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডিরেক্টরের চেম্বারে হবে ইন্টারভিউ।
পুরুষ চাকরিপ্রার্থীদের ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড় মিলবে। প্রোজেক্ট ফেলো পদে আবেদনের জন্য কৃষি ও প্ল্যান্ট প্যাথোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার জানা আবশ্যক। সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য এগ্রি ইকনমিক্সে বা প্ল্যান্ট প্যাথোলজি/এগ্রোনমি/প্ল্যান্ট সায়েন্স/এগ্রিকালচারাল এন্টোমলজিতে এমএসসি ডিগ্রি থাকতে হবে। ফিল্ড ওয়ার্কের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
প্রোজেক্ট ফেলো পদে মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে আর সিনিয়র রিসার্চ ফেলো পদে মাসে বেতন মিলবে ৩১ হাজার টাকা করে। ইন্টারভিউয়ের সময় বিশদ জীবনপঞ্জি, মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষার মার্কশিট, শংসাপত্রের আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি। পাসপোর্ট সাইজের রঙিন ছবি। জন্মের তারিখের প্রমাণপত্র লাগবে।