কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কোস্ট গার্ড জেনারেল ডিউটি ও টেকনিক্যাল ব্রাঞ্চে গ্রুপ ‘এ’ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে ১৪০ জন পুরুষ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।
২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in মারফত। বৈধ ইমেল আইডি আর মোবাইল নম্বর দিতে হবে।
বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন
বয়স হতে হবে ২০২৫ সালের ১ জুলাইয়ের নিরিখে ২১ থেকে ২৫ বছরের মধ্যে। জন্ম হতে হবে ২০০০ সালের ১ জুলাই থেকে ২০০৪ সালের ৩০ জুনের মধ্যে। তফশিলি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় মিলবে।
জেনারেল ডিউটিতে শূন্যপদ ১১০। এ ক্ষেত্রে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পড়তে হবে। পদার্থবিদ্যা বা গণিত নিয়ে ডিপ্লোমা করলেও আবেদন করা যাবে।
টেকনিক্যাল ব্রাঞ্চে শূন্যপদ ৩০। টেকনিক্যাল ব্রাঞ্চের পদের জন্য আবেদন করতে হলে নাভালআর্কিটেকচার/ মেকানিক্যাল/ মেরিন/ অটোমেটিভ/ মেকানিক্স/ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন/ মেটালার্জি/ ডিজাইন/ এরোনটিক্যাল/ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস/ টেলিকমিউনিকেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইলেকট্রনিকস শাখায় ডিগ্রি থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পড়তে হবে। পদার্থবিদ্যা বা গণিত নিয়ে ডিপ্লোমা করলেও আবেদন করা যাবে।
মোট বেতন মিলবে মাসে ৫৬,১০০ টাকা করে। ভাতা মিলবে অতিরিক্ত।
কী ভাবে আবেদন
দরখাস্তর নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সই, বাঁ হাত ও ডান হাতের বুড়ো আঙুলের ছাপ, জন্মের তারিখের প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ৩০০ টাকা করে আবেদনমূল্য অনলাইনে জমা দিতে হবে। তফশিলি চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড আবেদনপত্রের কপি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
কী ভাবে বাছাই
কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা, প্রিলিমিনারি সিলেকশন, ফাইনাল সিলেকশন, শারীরিক পরীক্ষা, ইন্ডাকশন ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।