প্রসার ভারতী ডিডি নিউজ ও ডিডি ইন্ডিয়া বৈদ্যুতিন চ্যানেলের জন্য ক্যামেরা অ্যাসিসট্যান্ট নিয়োগ করবে। মোট শূন্যপদ ১৪টি। ২ জানুয়ারির মধ্যে অনলাইনে প্রসার ভারতীর অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা
যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত সংবাদমাধ্যম বা প্রোডাকশন হাউজে জিমি জিব অপারেশন নিয়ে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন ও বাছাইপ্রক্রিয়া
মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে।
প্রসার ভারতীর অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে বিশদ তথ্যের জন্য। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তি করে প্রাথমিক ভাবে আবেদনকারীকে বাছাই করা হবে। বাছাই করা আবেদনকারীকে ইমেলে জানানো হবে।