বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার কথা ভেবে চমক দিল রাজ্যের ঐতিহ্যবাহী মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
চাকরির বিজ্ঞপ্তি জানানোর কাজটি এবার করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। পড়ুয়াদের সুবিধার জন্য একটি ‘এআই বেসড জব সার্চিং টুল’ নিয়ে এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পড়ুয়া বা চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের মুশকিল আসানের জন্যই বেসরকারি একটি সংস্থার তৈরি এআই বেসড জব সার্চিং টুল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
এআই প্রযুক্তির সাহায্যে চলা একটি জায়ান্ট স্ক্রিনে লাগাতার ফুটে উঠবে সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। সেই চাকরির জন্য যোগ্যতা মান কী, মাইনে কত-সব তথ্য থাকবে। এছাড়াও থাকবে একটি কিউআর কোড যা স্ক্যান করে সরাসরি অনলাইনে আবেদনও করা যাবে। পড়ুয়াদের সুবিধার জন্য জায়ান্ট স্ক্রিনটিকে কোনোদিন প্রশাসনিক ভবনের সামনে রাখা হবে আবার কোনোদিন ক্যান্টিনের সামনে। আবার কখনও লাইব্রেরিতে, তো কোনও কোনও দিন বিভিন্ন বিভাগের সামনে।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ ও ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল এআই টুল রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। একটি স্ট্যান্ডের ওপর রাখা থাকবে জায়ান্ট স্ক্রিন যাতে তা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গাতেও নিয়ে যাওয়া যায়। এআই টুল দিনে ২ বার দেশ-বিদেশের সমস্ত চাকরির তথ্য সংগ্রহ করবে তারপর তা স্ক্রিনে পরপর দেখাতে থাকবে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এক নিমেষে সেই তথ্য পেয়ে যাবেন।
আরও পড়ুন: মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন
