Home শিক্ষা ও কেরিয়ার সুন্দরবন প্রকল্পে গবেষণার সুযোগ! ওয়্যাপকোসে একাধিক পদে নিয়োগ, কলকাতাতেও কর্মসংস্থান

সুন্দরবন প্রকল্পে গবেষণার সুযোগ! ওয়্যাপকোসে একাধিক পদে নিয়োগ, কলকাতাতেও কর্মসংস্থান

Sundarbans mangrove forest image related to WAPCOS research project recruitment

রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়্যাপকোস লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সুন্দরবন নিয়ে গবেষণাধর্মী প্রকল্পের কাজে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ নির্দিষ্ট।

মোট শূন্যপদ: ১৯টি।

পোস্টিং-এর স্থান:
দিল্লি, কলকাতা, শিলিগুড়ি এবং নদিয়া।

নিয়োগ হবে যে পদে:

  • ওয়াটার রিসোর্সেস এক্সপার্ট
  • টিম লিডার কাম ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন এক্সপার্ট
  • ম্যাথমেটিক্যাল মডেলার
  • কোয়ালিটি চেকিং এক্সপার্ট
  • আইটি এক্সপার্ট
  • ডকুমেন্টেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট
  • এমআইএস এক্সপার্ট
  • ড্রাফটসম্যান
  • ডিজ়াইন অ্যান্ড মাল্টিমিডিয়া এক্সপার্ট
  • ডেটা ম্যানেজমেন্ট এক্সপার্ট কাম জিআইএস এক্সপার্ট

বিশেষ সুযোগ কলকাতায়:
কলকাতার জন্য নির্ধারিত ওয়াটার রিসোর্সেস এক্সপার্ট পদে আবেদন করতে হলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। সঙ্গে ওয়াটার রিসোর্স উইংয়ে বিশেষায়িত শিক্ষা এবং কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যিক।

বেতন:
শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে।

আবেদন পদ্ধতি:
আগ্রহীদের নিজেদের জীবনপঞ্জি (CV) এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠাতে হবে।

আবেদনের শেষ দিন:
৮ জুলাই, ২০২৫।

বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম:
ওয়্যাপকোসের অফিসিয়াল ওয়েবসাইট বা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন: ৩ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি, আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version