রেলে চাকরির বড় সুযোগ! দেশের ২১টি রেল ডিভিশনে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের ঘোষণা দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ একাধিক ডিভিশনে এই নিয়োগ হবে। মোট ২,৫৬৯টি শূন্যপদে প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হচ্ছে ৩১ অক্টোবর থেকে।
কোন কোন পদে নিয়োগ হবে?
- জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer)
- ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট (Depot Material Superintendent)
- কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Chemical & Metallurgical Assistant)
যোগ্যতা:
এই পদগুলিতে আবেদন করতে পারবেন যাঁরা নিম্নলিখিত বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা করেছেন—
সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং।
এছাড়া পদার্থবিদ্যা ও রসায়নে স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর মাধ্যমে।
- মোট দুটি ধাপে CBT পরীক্ষা নেওয়া হবে।
- সফল প্রার্থীদের নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগ করা হবে।
পরীক্ষায় কোন বিষয় থাকবে?
- অঙ্ক (Mathematics)
- জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং
- সাধারণ জ্ঞান (General Awareness)
- সাধারণ বিজ্ঞান (General Science)
- পদার্থবিদ্যা ও রসায়ন
- কম্পিউটার অ্যাপ্লিকেশন
- এনভায়রনমেন্ট ও পলিউশন কন্ট্রোল
- টেকনিক্যাল এবিলিটি সংক্রান্ত প্রশ্ন
গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন প্রক্রিয়া:
- আবেদন শুরু: ৩১ অক্টোবর ২০২৫
- আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৫
- আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৫
- আবেদন ফি: ₹৫০০
প্রার্থীরা অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
পোস্টিং কোথায় হবে?
নিযুক্ত প্রার্থীরা কাজ করবেন দেশের ২১টি রেলওয়ে ডিভিশনে, যার মধ্যে রয়েছে—
কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা, দিল্লি, মুম্বই, চেন্নাই, গৌহাটি ও জয়পুর-সহ একাধিক অঞ্চল।রেল সূত্রে জানা গেছে, এই নিয়োগের মাধ্যমে রাজ্যের যুবকদের জন্য একটি বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বিশেষত ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us