Home শিক্ষা ও কেরিয়ার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে,...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

PNB Recruitment 2025,

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এ লোকাল ব্যাঙ্ক অফিসার পদে বিশাল নিয়োগের ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ৯০টি, আর গোটা দেশে মোট শূন্যপদ ৭৫০টি

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যোগ্য প্রার্থীদের ২০২৫ সালের ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে — pnbindia.in

 আবেদন প্রক্রিয়া ও ফি

প্রার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদন নম্বর সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য।

আবেদন ফি:

  • তপশিলি জাতি (SC), উপজাতি (ST) এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম (PwD) প্রার্থীদের ₹৫৯
  • অন্যান্য প্রার্থীদের ₹১১৮০
    ফি অনলাইনে জমা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষা

প্রার্থীদের বাছাই করা হবে চার ধাপে —

  •  অনলাইন লিখিত পরীক্ষা
  • নথিপত্র যাচাই
  • পার্সোনাল ইন্টারভিউ

সম্ভাব্য অনলাইন লিখিত পরীক্ষা হবে ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারি মাসে

বেতন ও যোগ্যতা

  • বেতন: ₹৪৮,৪৮০ – ₹৮৫,৯২০ (প্রতি মাসে)
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি
  • বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

বয়সে ছাড়:

  • ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর
  • তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য ৫ বছর
  • শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছর

 রাজ্যভিত্তিক শূন্যপদ তালিকা:

রাজ্যশূন্যপদ সংখ্যা
অন্ধ্রপ্রদেশ
গুজরাত৯৫
কর্নাটক৮৫
মহারাষ্ট্র১৩৫
তেলেঙ্গানা৮৮
তামিলনাড়ু৮৫
পশ্চিমবঙ্গ৯০
জম্মু ও কাশ্মীর২০
লাদাখ
অরুণাচল প্রদেশ
অসম৮৬
মণিপুর
মেঘালয়
মিজোরাম
নাগাল্যান্ড
সিকিম
ত্রিপুরা২২

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন শুরু: ইতিমধ্যেই চালু
  • আবেদন শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৫

সম্ভাব্য পরীক্ষা: ডিসেম্বর ২০২৫ / জানুয়ারি ২০২৬

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version