Home শিক্ষা ও কেরিয়ার স্নাতক স্তরের ভর্তি: সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য জমার শেষ দিন মঙ্গলবার, জানাল উচ্চশিক্ষা...

স্নাতক স্তরের ভর্তি: সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য জমার শেষ দিন মঙ্গলবার, জানাল উচ্চশিক্ষা সংসদ

College Admission West Bengal

কলেজে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সোমবার এক সরকারি বিবৃতিতে উচ্চশিক্ষা সংসদ জানিয়েছে, সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য (Social Category Details) সংযোজনের শেষ দিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড। নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য না জানালে সংশ্লিষ্ট আবেদনকারীকে ‘ডিফল্ট’ হিসাবে চিহ্নিত করা হবে, এবং ভবিষ্যতে তা আর সংশোধন বা আপডেট করা যাবে না।

উল্লেখ্য, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের উপর গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অভিন্ন ভর্তির পোর্টালে সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য সংগ্রহ ২৯ জুলাই থেকে শুরু হয়েছে।

এই তথ্য সংযোজনের বিষয়ে ছাত্রছাত্রীদের SMS, ইমেল ও ফোনের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও যাঁরা এখনও তথ্য আপলোড করেননি, তাঁদের মঙ্গলবারের মধ্যে অবশ্যই পোর্টালে গিয়ে Social Category নির্বাচন করতে হবে।

উচ্চশিক্ষা সংসদ জানায়, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই স্নাতক ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে পদক্ষেপ না করলে, ভবিষ্যতে আর কোনও পরিবর্তনের সুযোগ থাকবে না।

এই বিষয়ে সংশ্লিষ্ট আবেদনকারীদের সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছে রাজ্য সরকার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version