Homeশিক্ষা ও কেরিয়ারদ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

প্রকাশিত

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য পড়ুয়াদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিবর্তনের লক্ষ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা এবং তাদের একাডেমিক বছর নষ্ট হওয়া থেকে বাঁচানো। তবে, এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের বছর যাতে নষ্ট না হয়, সেজন্য আমরা এই ধরনের ব্যবস্থা নিয়ে ভাবছি। তবে এটি এখনও আলোচনা সাপেক্ষ, চূড়ান্ত কিছু ঠিক হয়নি।”

বর্তমান নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য হলে পড়ুয়ারা দ্বিতীয় সেমেস্টারে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারেন। কিন্তু দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলে এই সুযোগ নেই। নতুন প্রস্তাব চালু হলে, দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য পড়ুয়ারাও শুধুমাত্র সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া, ভাষাভিত্তিক বিষয়ে অকৃতকার্য হলে বর্তমানে সমস্ত বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়। নতুন নিয়মে শুধুমাত্র অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিলেই চলবে।

দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “পড়ুয়াদের স্বার্থে এই ব্যবস্থা খুবই উপকারী হবে। তবে শিক্ষা সংসদ যদি পরীক্ষার সময়সূচির দিকে নজর দেয়, তাহলে পড়ুয়ারা দ্রুত তৃতীয় সেমেস্টারের প্রস্তুতি নিতে পারবে।”

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে, যার ফলে পাঠ্যক্রমেও ব্যাপক পরিবর্তন এসেছে। এই নতুন প্রস্তাব পড়ুয়াদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।