Homeশিক্ষা ও কেরিয়ারদ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

প্রকাশিত

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য পড়ুয়াদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিবর্তনের লক্ষ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা এবং তাদের একাডেমিক বছর নষ্ট হওয়া থেকে বাঁচানো। তবে, এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের বছর যাতে নষ্ট না হয়, সেজন্য আমরা এই ধরনের ব্যবস্থা নিয়ে ভাবছি। তবে এটি এখনও আলোচনা সাপেক্ষ, চূড়ান্ত কিছু ঠিক হয়নি।”

বর্তমান নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য হলে পড়ুয়ারা দ্বিতীয় সেমেস্টারে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারেন। কিন্তু দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলে এই সুযোগ নেই। নতুন প্রস্তাব চালু হলে, দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য পড়ুয়ারাও শুধুমাত্র সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া, ভাষাভিত্তিক বিষয়ে অকৃতকার্য হলে বর্তমানে সমস্ত বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়। নতুন নিয়মে শুধুমাত্র অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিলেই চলবে।

দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “পড়ুয়াদের স্বার্থে এই ব্যবস্থা খুবই উপকারী হবে। তবে শিক্ষা সংসদ যদি পরীক্ষার সময়সূচির দিকে নজর দেয়, তাহলে পড়ুয়ারা দ্রুত তৃতীয় সেমেস্টারের প্রস্তুতি নিতে পারবে।”

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে, যার ফলে পাঠ্যক্রমেও ব্যাপক পরিবর্তন এসেছে। এই নতুন প্রস্তাব পড়ুয়াদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।