Homeশিক্ষা ও কেরিয়ারআসছে নতুন নিয়ম! আয়কর অফিসাররা আপনার ই-মেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকতে...

আসছে নতুন নিয়ম! আয়কর অফিসাররা আপনার ই-মেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এই বিশেষ ক্ষেত্রে

প্রকাশিত

আগামী ২০২৬ সালের ১ এপ্রিল থেকে আয়কর দফতর আইনত ভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যক্তিগত ই-মেল, ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন বিনিয়োগ অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট এবং আরও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবে। যদি তাদের সন্দেহ হয় যে আপনি আয়কর ফাঁকি দিয়েছেন বা গোপনে আয়, সম্পদ, সোনা, গয়না বা মূল্যবান সম্পত্তি লুকিয়ে রেখেছেন, তাহলে আয়কর আইনের (Income Tax Act, 1961) অধীনে তারা আপনার ডিজিটাল তথ্য যাচাই করতে পারবে।

নতুন আইনে কী বলা হয়েছে?

বর্তমান আয়কর আইনের ১৩২ ধারা অনুসারে, আয়কর অফিসারদের যদি মনে হয় যে কোনও ব্যক্তির অপ্রকাশিত আয় বা সম্পত্তি আছে, তাহলে তাঁরা তল্লাশি চালাতে ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও আলমারি, লকার বা বাক্স খুলতে তার চাবি পাওয়া না গেলে, প্রয়োজনে সেটি ভেঙে তল্লাশি চালানো যায়। নতুন আয়কর বিলের ২৪৭ নম্বর ধারা অনুযায়ী, এই ‘ভাঙার’ ক্ষমতা এখন ডিজিটাল ডিভাইস ও ভার্চুয়াল স্পেসের ক্ষেত্রেও প্রযোজ্য।

ভার্চুয়াল ডিজিটাল স্পেসের সংজ্ঞা

নতুন আয়কর আইনে ভার্চুয়াল ডিজিটাল স্পেসের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে। এতে বলা হয়েছে, কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পরিচালিত যে কোনও ডিজিটাল প্ল্যাটফর্মই ভার্চুয়াল ডিজিটাল স্পেসের অন্তর্ভুক্ত। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—

১. ই-মেল সার্ভার

২. সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (যেমন Facebook, Instagram, Twitter)

৩. অনলাইন বিনিয়োগ অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট

৪. কোনও ওয়েবসাইট যেখানে সম্পত্তির মালিকানা সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে

৫. রিমোট সার্ভার বা ক্লাউড সার্ভার

৬. ডিজিটাল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম

৭. এ জাতীয় অন্যান্য ডিজিটাল স্পেস

কীভাবে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হবে?

নতুন আইন অনুসারে, যদি আয়কর অফিসারদের মনে হয় যে কোনও ব্যক্তির কর ফাঁকির প্রমাণ ডিজিটাল মাধ্যমে লুকিয়ে আছে, তাহলে তাঁরা সেই কম্পিউটার সিস্টেম বা ভার্চুয়াল ডিজিটাল স্পেসে প্রবেশ করতে পারবেন, এমনকি পাসওয়ার্ড বা অ্যাক্সেস কোড ছাড়াই।

এই নতুন নিয়ম কীভাবে প্রভাব ফেলবে?

এই নিয়ম কার্যকর হলে, যে কোনও আয়কর অফিসার আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, ই-মেল, ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন ট্রেডিং ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই করতে পারবেন। তাই, যাঁরা কর ফাঁকি দিতে চান বা আয়কর সংক্রান্ত তথ্য গোপন করতে চান, তাঁদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন

নতুন আয়কর বিধি অনুযায়ী, করদাতাদের তাদের প্রকৃত আয় ও সম্পত্তির তথ্য যথাযথভাবে প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, আয়কর দফতর আপনার ডিজিটাল অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য যাচাই করতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।