Home বিনোদন কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

২০টি প্রেক্ষাগৃহে ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। উৎসব চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

নন্দনে ছবি দেখতে লাইন। ছবি: রাজীব বসু।

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষরা। ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর ‘দীক্ষামঞ্জরী’র নৃত্য পরিবেশনা উৎসবের আনুষ্ঠানিক সূচনাকে আর আকর্ষণীয় করে তুলল।

উৎসবের সূচনা হয়েছে উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘সপ্তপদী’ প্রদর্শনের মধ্য দিয়ে। সারা শহর জুড়ে মোট ২০টি প্রেক্ষাগৃহে ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার মোট ২১৫টি ছবি দেখানো হবে। উৎসব চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলি প্রদর্শিত হবে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, রাধা স্টুডিয়ো, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, মেনকা, অজন্তা, পিভিআর মণি স্কোয়ার, আইনক্স মেট্রো, আইনক্স কোয়েস্ট, আইনক্স সাউথ সিটি, গ্লোব, নিউ এম্পায়ার এবং প্রাচীতে।  

উৎসবের কিছু মুহূর্ত: রাজীব বসুর ক্যামেরায়

শুক্রবার নন্দনে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দিচ্ছেন রমেশ সিপ্পি। উপস্থির রয়েছেন গৌতম ঘোষ।

ঋত্বিক ঘটকের শতবর্ষে নন্দনে চলছে তাঁকে নিয়ে বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী দেখছেন মাধবী মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন চলচ্চিত্র পরিচালক সুদেষ্ণা রায় (ডান দিকে) এবং একসময়ে বলিউডের ডাকসাইটে অভিনেতা প্রদীপ কুমারের মেয়ে বীণা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এ বছর প্রদীপ কুমারেরও জন্মের একশো বছর পূর্ণ হল।

এবারের চলচ্চিত্র উৎসবের ‘থিম কান্ট্রি’ পোল্যান্ড। সে দেশের সিনেমাটোগ্রাফি নিয়ে পোস্টার প্রদর্শনী চলছে গগনেন্দ্র প্রদর্শশালায়। এই উপলক্ষে সাত সদস্যের এক প্রতিনিধিদল এসেছে কলকাতায়।   

হঠাৎই নন্দনচত্বরে অনুরাগীদের নজরবন্দি হয়ে গেলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version