Home বিনোদন ‘আনন্দে হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না’, দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ার খবরে...

‘আনন্দে হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না’, দাদাসাহেব ফালকে সম্মান পাওয়ার খবরে প্রতিক্রিয়া মিঠুনের

0
ছবি মিঠুন চক্রবর্তীর ‘এক্স’ থেকে নেওয়া

খবর অনলাইন ডেস্ক: এ বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। দাদাসাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে সরকারপ্রদত্ত দেশের সর্বোচ্চ পুরস্কার। তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্রাভিনেতা তাঁর এই পুরস্কার উৎসর্গ করেছেন তাঁদের যাঁরা তাঁর এই পেশাগত জীবনে আগাগোড়া তাঁর পাশে থেকেছেন।

পুরস্কার পাওয়ার খবরে মিঠুন আপ্লুত। সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, “বিশ্বে আমার যত অনুরাগী আছেন তাঁদের এবং আমার পরিবারকে এই পুরস্কার আমি উৎসর্গ করছি। আমি যেখান থেকে এসেছি, সেটি হল কলকাতার এক কানাগলি। আমি কখনও ভাবিইনি, একটা ফুটপাথের ছেলে কোনোদিন এত বড়ো সম্মান পেতে পারে।”

তিনি আরও বলেন, “আমি সত্যিই মূক হয়ে গিয়েছি। বিশ্বাস করুন, এই আনন্দের খবরে আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। কারণ এরকম একটা মানুষ যে সত্যিই এরকম একটা জায়গা থেকে উঠে এসেছে, সে এই কাণ্ড ঘটিয়েছে। এতেই প্রমাণ হয় যেটা আমি আমার অনুরাগীদের বা যারা আর্থিকভাবে শক্ত নয় তাদের বলি, আমি যদি এটা করতে পারি, তাহলে তোমরাও এটা করতে পারবে।”

মিঠুন চক্রবর্তীর দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার সংবাদটি নিজের ‘এক্স’-এ ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লেখেন, “চলচ্চিত্রজগতে মিঠুনদার মনে রাখার মতো যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী জিকে মনোনীত করেছে দাদাসাহেব ফালকে সিলেকশন জুরি। এ কথা ঘোষণা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। দাদাসাহেব ফালকে পুরস্কার হল চলচ্চিত্র ক্ষেত্রে সরকারপ্রদত্ত সর্বোচ্চ সম্মান।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version