Home বিনোদন অনন্যা পান্ডের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আদিত্য, কী জানালেন পর্তুগাল ট্যুর...

অনন্যা পান্ডের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আদিত্য, কী জানালেন পর্তুগাল ট্যুর নিয়ে?

বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কের মশলা খবর। তবে কিছু খবর আবার ধোয়াশাতেও ভরা থাকে । যেমন বলিউডে চাপা গুঞ্জন অনন্যা পান্ডে  ও আদিত্য রায় কাপুর দু’জনেই না কি সম্পর্কের খুব কাছাকাছি আছেন।

বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কের মশলা খবর। তবে কিছু খবর আবার ধোয়াশাতেও ভরা থাকে । যেমন বলিউডে চাপা গুঞ্জন অনন্যা পান্ডে  ও আদিত্য রায় কাপুর দু’জনেই না কি সম্পর্কের খুব কাছাকাছি আছেন।

চর্চিত এই জুটির একাধিক ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিও ফাঁস হয়েছে নেটমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি রীতিমতো ভাইরাল এই মুহূর্তে। তবে আদিত্য এইবার মুখ খুললেন তাঁদের সম্পর্কের ব্যাপারে।

এক সাক্ষাৎকারে তাঁর ও অনন্যার পর্তুগাল ট্যুর নিয়ে প্রশ্ন করা হয়। বলে হয়, তাঁদের যে ছবি ভাইরাল হয়েছিল তা প্রসঙ্গে তিনি শুনেছেন কি না। উত্তরে আদিত্য বলেন, ‘এটি একটি ভালো জিনিস যে আমি সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ নই। তবে অবশ্যই শুনেছি’। তাঁর পর্তুগাল ভ্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার অবশ্যই একটি বিরতি দরকার ছিল। যদিও আমি বর্ষা মিস করেছি। আমি মুম্বই-র বর্ষাকে ভালোবাসি। যে মুহূর্ত থেকে আমি ফিরে এসেছি, তখন থেকে এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে।’

এই ভাবে অনন্যার সঙ্গে তাঁর প্রেমের কথা অস্বীকার না করলেও এই প্রসঙ্গে জনসমক্ষে সেভাবে কিছু বলেননি আদিত্য।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় ব্রিটিশ থ্রিলার সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। এতে অভিনয় করেছিলেন টম হিডলস্টন, এলিজাবেথ ডেবিকি, অলিভিয়া কোলম্যানসহ অনেকে।

পড়ুন: শাহরুখ ও গৌরীর সম্পর্কের এই অজানা দিকগুলি কী জানেন? কী জানালেন অভিনেতা?

সেই সিরিজের গল্প অবলম্বনে একই নামে বলিউডও তৈরি করেছে ‘দ্য নাইট ম্যানেজার’। আদিত্য কাপুর ছাড়াও এতে অভিনয় করেছেন, অনিল কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

যদি এখনও পর্যন্ত এই সিরিজটি কেউ না দেখে থাকেন। তাহলে ডিজনি প্লাস হটস্টারে দেখে নিতে পারেন  সিরিজটি।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version